ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ঢাকায় ঈদে ‘ইতালির ভেনিস’!

আসিফ আজিজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
ঢাকায় ঈদে ‘ইতালির ভেনিস’! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নদীর দুপাশ জুড়ে বড় বড় স্থাপনা। দূর থেকে দেখলে মনে হয় বিল্ডিংগুলো যেন ভাসছে পানির উপর।

মাঝ দিয়ে ছুটে চলেছে বিভিন্ন ধরনের জলযান। তবে নৌকাই বেশি। রাতের ‍আলোয় এ সৌন্দর্য নেয় নতুন রূপ।

এটা ইতালির ভেনিস শহরের চিরপরিচিত একটি চিত্র। ভেনিসের ওই জলে ভাসতে প্রতিবছর সেখানে পাড়ি জমান লাখো বিদেশি পর্যটক।



আমাদের তিলোত্তমা নগরী রাজধানী ঢাকা শহরের চিত্রও যেন এখন ‘একখণ্ড ভেনিস’। কি অবাক হচ্ছেন! ভাবছেন কীভাবে?



হুম, একটু মেলানোর চেষ্ট করুন, দেখবেন উত্তর খুঁজে পেয়েছেন। এবারের ঈদে ঢাকার মানুষের জন্য যেন বাড়তি বিনোদন এই বিভিন্ন রাস্তায় জমাটবদ্ধ পানি।



রাস্তায় জমা হাঁটু পানি দিয়ে যখন রিকশা, ভ্যান, সিএনজি অটোরিকশা আর প্রাইভেট চলছে তখন বোঝাই মুশকিল এটা রাস্তা না খাল-নদী! ঢাকার মানুষ যে সবাই এজন্য বিরক্ত তা কিন্তু নয়! কারণ অনেকে এটা আবার উপভোগ করছেন।



অনেকে যেমন এই পানি ভয় করে বাইরে বের হচ্ছেন না, আবার অনেকে এজন্যই বের হচ্ছেন! কারণ তাদের কাছে পানির মধ্যদিয়ে ছুটে চলা আনন্দময় মনে হচ্ছে। অনেকে বেশ উচ্ছ্বসিতও।


অবশ্য ঢাকার যেসব মানুষ গ্রামের খাল-নদীর সঙ্গে সংসর্গ কম তারা হঠাৎ ইট-কংক্রিটের শহরে রেডিমেড একখণ্ড ইতালির ভেনিসের মতো নদী পেলে খুশি হবে বৈকি!


কেউ কেউ আবার কোনো যানে না চড়ে পানিতে পা মাড়িয়ে ঘুরে বেড়াতেও পছন্দ করছেন। এ সুযোগও সবসময় মেলে না। তাছাড়া রাস্তার মধ্যের মাছ বাস করার মতো গর্তে রিকশার চাকা আটকে ঢপাস পতন থেকে বাঁচতে বেছে নিচ্ছেন হাঁটা পন্থা।



ঘটনা যাই হোক, মানুষ দুর্ভোগে রয়েছেন এ কথা সত্যি। কিন্তু ঈদে এই দুর্ভোগ উপভোগ না ঢাকা শহরে টিকে থাকা মুশকিল। তাই একে ‘একখণ্ড ভেনিস’ ভেবে নেওয়াই ভালো!

পানি জমা রাস্তার এ ছবিগুলো রাজধানীর কুড়িলের জোয়ার সাহারা বাজার-নদ্দা রোড থেকে তোলা।


বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।