ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ৬ পেশা

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ৬ পেশা ছবি: সংগৃহীত

ঢাকা: চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম, সুলভ বেতন, কাজের পরিবেশ ও বছর শেষে কর্মদক্ষতার পুরস্কার প্রভৃতি মিলিয়ে সবার মনে রয়েছে শক্তপোক্ত এক তালিকা। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই এসব বিষয় মাথায় রেখেই সবাই প্রস্তুতিতে নামেন।



তবে এত কিছুর মধ্যেও আকর্ষণীয় বেতন সবার কাছেই আকাঙ্ক্ষিত। নিজ দেশের কোন কোন পেশায় ভালো বেতন, সে বিষয়ে কমবেশি সবার ধারণা রয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক গোটা বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ছয় পেশার তালিকাটি।

বিশেষজ্ঞ চিকিৎসক, কানাডা

ক্লিনিক্যাল মেডিসিন, ল্যাবরেটরি মেডিসিন ও সার্জারির কাজে নিয়োজিত কানাডার বিশেষজ্ঞ চিকিৎসকদের বাৎসরিক আয় তিন লাখ ৭৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ৯৩ লাখ টাকা।

শিক্ষাগত যোগ্যতা
এ পেশায় নিয়োগ পেতে বিশেষ প্রশিক্ষণসহ স্বনামধন্য মেডিকেল ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিভাগে থাকতে হবে স্নাতক ডিগ্রি। এছাড়া অবশ্যই কানাডার রয়েল কলেজ অব ফিজিশিয়ানস বিশ্ববিদ্যালয় থেকে শল্যবিদ সদনপ্রাপ্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের প্রাদেশিক বা আঞ্চলিক কর্তৃপক্ষের দেওয়া লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।

প্রতিষ্ঠান পরিচালক, দুবাই

দুবাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালকের বেতন গড়ে এক দশমিক দুই মিলিয়ন আরব আমিরাত দিরহাম। বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ২৩ লাখ টাকা।

শিক্ষাগত যোগ্যতা
এ পেশার নিয়োগ পেতে ব্যবসা প্রশাসন অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিসহ অর্থ, হিসাব, বাজেট, ক্রয় ও সরবরাহ এবং ব্যয় নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা, সিঙ্গাপুর

সিঙ্গাপুরে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বাৎসরিক বেতন প্রায় তিন লাখ ৮২ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় দুই কোটি আটানব্বই লাখ টাকা।

শিক্ষাগত যোগ্যতা
ব্যবসা প্রশাসন বিভাগ, ব্যবস্থাপনা বা অন্য যেকোনও প্রাসঙ্গিক বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

ব্যবস্থাপনা পরামর্শক, আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের আয় এক লাখ ৫৯ লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা প্রায় এক কোটি সাতাশি  লাখ টাকা। ব্যবস্থাপনা পরামর্শকের কাজ মূলত প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের জন্য যথাযথ পরামর্শ দেওয়া। গাঠনিক নীতিমালা তৈরিসহ কোম্পানির উন্নয়নে উপযুক্ত পদক্ষেপ নির্ধারণ ও ব্যবসা লাভের কৌশল খুঁজে বের করা।

শিক্ষাগত যোগ্যতা
এ পেশায় শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে পেশার সুবিধার ক্ষেত্র বিবেচনা করলে ব্যবসা, ফিন্যান্স, অর্থনীতি, গনিত ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো সহায়ক ভূমিকা রাখে।
 
নির্বাহী মানব সম্পদ ব্যবস্থাপক, জামার্নি

জার্মানিতে নির্বাহী মানব সম্পদ ব্যবস্থাপক পেশায় নিয়োজিতদের বাৎসরিক আয় প্রায় এক লাখ ৪২ হাজার ব্রিটিশ পাউন্ড। যার বাংলাদেশি মূল্য প্রায় এক কোটি সাতষট্টি লাখ টাকা।
 
শিক্ষাগত যোগ্যতা
এ পেশায় নিয়োগ পেতে মানব সম্পদ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত পাঁচ বছরের নেতৃত্বদানের অভিজ্ঞতা ও  শ্রমিক সম্পর্ক বিষয়ে নূন্যতম অভিজ্ঞতা থাকা আবশ্যক।  

ব্যবস্থাপনা পরিচালক, নেদ্যারল্যান্ড

নেদ্যারল্যান্ডে এ পেশার কদর রয়েছে বেশ! তারা বছরে আয় করেন প্রায় এক লাখ ১২ হাজার ব্রিটিশ পাউন্ড। আমাদের দেশের টাকায় প্রায় এক কোটি বত্রিশ লাখ।

শিক্ষাগত যোগ্যতা
ব্যবসা প্রশাসনে  বিবিএ ও এমবিএ।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।