ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

দিল্লির সিংহাসনে আওরঙ্গজেব, মহাকবি কায়কোবাদের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
দিল্লির সিংহাসনে আওরঙ্গজেব, মহাকবি কায়কোবাদের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২১ জুলাই ২০১৫, মঙ্গলবার । ৬ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
•    ১৬৫৮ - মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
•    ১৭৯৬ - স্কটল্যান্ডের জাতীয় কবি রবার্ট বার্নসনের মৃত্যু।
•    ১৭৯৮ - নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন।

•    ১৮৩১ - বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
•    ১৯০৬ - আইনজ্ঞ ও জাতীয়তাবাদী রাজনীতিবিদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
•    ১৯৫১ - মহাকবি কায়কোবাদ মৃত্যুবরণ করেন।
•    ১৯৭৬ - মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর।

তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।