ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

চিত্রশিল্পী সুলতানের জন্ম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
চিত্রশিল্পী সুলতানের জন্ম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১০ আগস্ট ২০১৫, সোমবার  । ২৬ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৭৫ - রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপন।
•    ১৮২১ - আমেরিকার ২৪তম রাজ্য হিসেবে মিসৌরি স্থান পায়।
•    ১৯১৩ - বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
•    ১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
•    ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
 
জন্ম
•    ১৭৪০ - ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড।
•    ১৮৭৪ - আমেরিকার ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুবার।
•    ১৯১৭ - ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর জন্ম।
•    ১৯২৩ - বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান।
 
মৃত্যু
•    ১৯৮০ - পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।