ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

দৃষ্টি কিন্তু আপনার দিকেই!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
দৃষ্টি কিন্তু আপনার দিকেই!

ঢাকা: হলুদ ফুলের পেছন থেকে উঁকি দিলো কে? জ্বলজ্বলে নীলচে সবুজ রঙের যে প্রাণীগুলো আপনার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রয়েছে তাদের দেখে কী মনে হচ্ছে? এর‍া কি ওয়াল্ট ডিজনির কোনো গল্পের প্রিয় চরিত্র, নাকি ভিনগ্রহের কোনো এলিয়েন?

না, এরা নয় কোনো কার্টুন বা এলিয়েন। এরা অ‍ামাদের চারপাশে ঘুরে বেড়ানো অতি ক্ষুদ্র পতঙ্গ।

খালি চোখে হয়তো এত ভালোভাবে দেখার সুযোগ হয় না, এবার দেখে নিন। তাদের দৃষ্টি যে আপনার দিকেই!

ক্ষুদ্র পতঙ্গের এই ছবিগুলো ইতালিয়ান ফটোগ্রাফার  আলবার্তো গিজ্জি পনিজ্জার ম্যাক্রো ফটোগ্রাফির অংশবিশেষ।

আলবার্তো বিগত ১৮ বছর ধরে ম্যাক্রো ফটোগ্রাফির ওপর কাজ করছেন। ছোট ছোট প্রাণী যাদের বেশিরভাগ সময়ই ভালোভাবে দেখার সুযোগ হয় না, আলবার্তো তাদেরই ছবি  বড় আকারে তুলে ধরছেন মানুষের কাছে।

ছবিগুলো এত কাছ থেকে তোলা হয়েছে যে তাদের চোখের রং, অভিব্যক্তি ও হাত পায়ের আদল সবই স্পষ্ট দেখা যাচ্ছে।

৪০ বছর বয়সী এই আলোকচিত্রী জানান, আমি প্রকৃতি ও প্রাণীজগতকে সবসময় গভীরভাবে দেখার চেষ্টা করি। আর একইসঙ্গে খুঁজে বেড়াই পৃথিবীর সব সৌন্দর্য।

তিনি আরও জানান, ম্যাক্রো ফটোগ্রাফিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিখুঁত দূরত্ব ও সঠিক অবস্থানে থেকে ছবি তোলা।

এসব ছবি তুলতে আলবার্তো ব্যবহার করেন নিকন ডি৭২০০ ও ডি৮১০ ক্যামেরা।

তথ্যসূত্র: ইন্টারনেট।  

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।