ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

চীনের চিড়িয়াখানায় দুই মাথাওয়ালা গোখরা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
চীনের চিড়িয়াখানায় দুই মাথাওয়ালা গোখরা

ঢাকা: দুই মাথাওয়ালা নানা প্রাণীর গল্প আছে উপকথায়। অবশ্য বাস্তবে তার দেখা মেলা ভার।

কিন্তু সত্যিই যদি এমন কোনো প্রাণীর দেখা মেলে, আর সেটি যদি হয় দুই মাথাওয়ালা গোখরা!

সম্প্রতি এমনই একটি দুই মাথাওয়ালা গোখরা সাপ সংগ্রহ করেছে চীনের ন্যানিং শহরের একটি  চিড়িয়াখানা। স্থানীয় একটি সাপের খামারে অদ্ভুত আকৃতির গোখরাটির জন্ম হলে তারা সাপটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করে।

৫০ গ্রাম ওজনের ২০ সেন্টিমিটার দীর্ঘ গোখরাটির দুটি মস্তিষ্ক থাকলেও পরিপাকতন্ত্র একটাই। চিড়িয়াখানার চিকিৎসকদের মতে, এই বয়সী একটি গোখরার তুলনায় ১৫ গ্রাম কম ওজন রয়েছে দুই মাথাওয়ালা গোখরাটির।

চিড়িয়াখানায় হস্তান্তরের ১৫ দিন অতিবাহিত হওয়ার পরেও বিরল আকৃতির সাপটি সুস্থ আছে। মাত্র এক সপ্তাহ আগেই খোলস ছাড়িয়েছে সে। স্বাভাবিক উপায়ে খাবার গ্রহণ না করায় কৃত্রিম উপায়ে খাবার দেওয়া হচ্ছে তাকে। তবে সাপটিকে বাঁচিয়ে রাখতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা প্রয়োজন বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানাটিতে সর্পবিদ হিসেবে কর্মরত লি কেকি জানান, আমার জীবনে এই প্রথম দুই মাথাওয়ালা কোনো সাপ দেখলাম। মজার ব্যাপার সাপটির একটি মাথা ডানদিকে যেতে চাইলে অপর মাথা বাম দিকে যেতে চাইছে। সাপটির দুই মাথার মধ্যে কোনো ঐক্য দেখা যাচ্ছে না।

ডিম ফোটার সময় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার হেরফেরে এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।