ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

গীতাঞ্জলির প্রথম প্রকাশ, এলভিস প্রিসলির মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
গীতাঞ্জলির প্রথম প্রকাশ, এলভিস প্রিসলির মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১৬ আগস্ট ২০১৫, রোববার। ১ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮২৫- বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
•    ১৯০৪-নিউ ইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।
•    ১৯০৫- বঙ্গভঙ্গ আইন কার্যকর।
•    ১৯১০- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত।
•    ১৯৪৬-মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
•    ১৯৬০- সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।
•    ১৯৭৫- সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
•   
জন্ম
•    ১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।
•    ১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।
মৃত্যু
•    ১৯৭৭- মার্কিন রক সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলি।
•    ২০০৩-উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক ইদি আমিন।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।