ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাও পাওলোর ট্যাটু উন্মাদনা

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
সাও পাওলোর ট্যাটু উন্মাদনা ছবি: সংগৃহীত

ঢাকা: গত মাসের শেষ সপ্তাহে অর্থাৎ জুলাইয়ের ২৪, ২৫ ও ২৬ তারিখ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিলো পঞ্চম সাও পাওলো ট্যাট্‍ু সপ্তাহ।

এ বছর সাড়া জাগানো এই ইভেন্টটি অনুষ্ঠিত হয় সাও পাওলোর বিশাল এক্সপো সেন্টার নর্টের ব্লু প্যাভেলিওনে।


 
teatu
আর্জেন্টিনা, চিলি, চীন, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, জাপান, প্যারাগুয়ে, পর্তুগাল, রাশিয়া, তুর্কি ও উরুগুয়ে থেকে অ‍ান্তজার্তিক মানের ট্যাটু আর্টিস্টরা সমবেত হয়েছিলেন এ অনুষ্ঠানটিতে।
teatu
প্রতিবারের মতো এই তিনদিন আর্টিস্টরা অংশ নেন সেরা ট্যাটু অঙ্কন প্রতিযোগিতায়। প্রতিষ্ঠানটির দেওয়া সংশ্লিষ্ট ২০ ক্যাটাগরির ট্যাটু আ‍ঁকার প্রতিযোগিতায় নামেন ট্যাটুপ্রেমী আর্টিস্টরা।
teatu
সাও পাওলো ট্যাটু সপ্তাহের বিশটি ক্যাটাগরির মধ্যে ছিলো সাদা-কালো ও রঙিন ট্যাটু, ক্যালিগ্রাফি, জলরং, ঐতিহ্যবাহী ট্যটু, বায়োকেমিকেল বা অর্গানিক, প্রতিকৃতি, বেস্ট ট্যাটু মেশিন (শ‍ুধু প্রস্তুতকারীদের জন্য) কমিকস, ওল্ড স্কুল, আদিবাসী, রঙিন, ধূসর ও কালো রঙে আঁকা ট্যাটু ইত্যাদি।

এই ওয়ার্কশপে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন জলরং ট্যাটু আর্টিস্ট ভিক্টর অক্টাভিয়ান ও আমেরিকান ট্যাটু আর্টিস্ট মেগান মাসাকার ও আরও অনেকে।
teatu
ইন্টারনেট ভোট নেওয়ার মাধ্যমে নির্বাচিত হন সাও পাওলো ট্যাটু সপ্তাহের সেরা দশ ট্যাটু আর্টিস্ট।
teatu
সর্বোচ্চ ভোট পেয়ে মিস ট্যাটু উইক সাও পাওলো বিজয়ী  হন ২৮ বছর বয়সী এলিন ক্যান্ডিডো। একইসঙ্গে ইসাবেল বোরোক (২৭) ও লিয়া প্ল্যান্টার (২৩) দখল করেন দ্বিতীয় ও তৃতীয় স্থান।   

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।