ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সোনায় মোড়া বিয়ের পোশাক

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
সোনায় মোড়া বিয়ের পোশাক

ঢাকা: মঞ্চে দাঁড়িয়ে বধ‍ূ। অঙ্গ ঠিকরে ছড়িয়ে পড়ছে সোনার জ্যোতি।

সোনালি আভায় ঝলমল করছে চারপাশ। এই না হলে সোনাবউ!

গত সপ্তাহে দক্ষিণ পূর্ব চীনের গুয়াংডংয়ে অনুষ্ঠিত হয়েছে একটি জুয়েলারি শো। ১০ সেপ্টেম্বর শেনঝেনে অনুষ্ঠিত এ শো-তে সোনার তৈরি সাতটি বিয়ের পোশাক প্রদর্শন করা হয়। এসব পোশাকের নকশা, কারুকাজ ও আনুষঙ্গিক সবকিছুই ছিলো সোনার!


মডেলদের পরিহিত এ সাতটি পোশাকের মোট ওজন প্রায় দশ কেজির মতো।

তাহলে একবার ঘুরে আসা যাক সেই আসর থেকে-
                     

সাদা ফুল স্লিভ নেটের গাউনের গলা, বুক, হাতা ও কোমরের অংশে স্বর্ণ দিয়ে ঘন নকশা করা হয়েছে।


অফ সোল্ডার সাদা গাউনের উপরের অংশে সোনার চেইন ও ফুলের কারুকাজ। কোমরে চিকন স্বর্ণের বন্ধনী।


এক কথায় স্বর্ণকুমারী! মাথার শিরস্ত্রাণ ও গাউনের উপরের অংশের সোনার নেটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চেইন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।