ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সত্যিকারে আসছে হ্যারি পটারের অদৃশ্য আলখাল্লা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
সত্যিকারে আসছে হ্যারি পটারের অদৃশ্য আলখাল্লা!

ঢাকা: হ্যারি পটারের জাদুর আলখাল্লার কথা মনে আছে? ওই যে বিপদ থেকে বাঁচতে হ্যারি পটার গায়ে জড়িয়ে নিতো জাদুর আলখ‍াল্লা, আর নিমেষেই সে উধাও হয়ে যেতো লোকচক্ষুর সমাগম থেকে।

হ্যারি পটার সিরিজ দেখে যারা জাদুর আলখাল্লা পরে অদৃশ্য হওয়ার কথা একবারও ভেবেছেন তারা আরেকটু অপেক্ষা করুন।

ফিকশন ছাপিয়ে আর জাদুর মোহ কাটিয়ে ইনভিজিবিলিটি ক্লোক বা অদৃশ্য আলখ‍াল্লা খুব শিগগিরই বাস্তব দুনিয়ায় হাজির হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

অদৃশ্য আলখাল্লা আবিষ্কারের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকরা জানিয়েছেন, অত্যন্ত সূক্ষ্ম ও পাতলা এ আলখাল্লাটি তৈরি করা হয়েছে  আণুবীক্ষণিক আয়তাকার স্বর্ণের ব্লক দিয়ে।

আলখাল্লাটি অনেকটা মানবদেহের ত্বকের পাতলা আবরণের মতো। যার পুরুত্ব প্রায় ৮০ ন্যানোমিটার। এটি দিয়ে কোনো বস্তুকে ঢেকে রাখলে তা শণাক্ত করা যাবে না। কারণ এ আবরণটি আলোর তরঙ্গকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেয়। ফলে তীব্র আলোতেও আলখাল্লার নিচের বস্তু  অদৃশ্য অবস্থায় থাকে।

নিজেদের চমকপ্রদ আবিষ্কার নিয়ে বিজ্ঞানীরা বেশ আশাবাদী। যদিও প্রাথমিকভাবে এ অদৃশ্য আলখাল্লা ক্ষুদ্র পরিসরে গবেষণা করা হচ্ছে, তবে ভবিষ্যতে এটি সেনাবাহিনী ও অন্যান্য সাম্ভাব্য গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাসী তারা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যারেটরির ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জির বস্তু বিজ্ঞান বিভাগের পরিচালক জিয়াং ঝাং জানান, এ আলখাল্লাটিকে বাস্তব ব্যবহারযোগ্য করে তুলতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগবে।

এদিকে, সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাটির মূল লেখক পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক অধ্যাপক ঝিংজি নি জানান, মাইক্রোস্কোপিক আলখাল্লা ভবিষ্যতে সামরিক ক্ষেত্রে মূলত বড় কোনো গাড়ি, প্লেন অদৃশ্য করতে এমনকি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের আড়াল করতেও ব্যবহার করা যাবে।

তবে নি প্রকাশ করেছেন আরও একটি মজার তথ্য! অদৃশ্য আলখাল্লার বদৌলতে ‍রূপ ও ফ্যাশন দুনিয়াতেও বইতে পারে নতুন ধারা।

অর্থাৎ, পরবর্তীতে অদৃশ্য ফেসিয়াল মাস্ক তৈরির মাধ্যমে ত্বকের ব্রণ ও বলিরেখা ঢেকে দেওয়া যাবে। অ‍াবার ফ্যাশন শোতে শরীরের কোনো একটা অংশ অদৃশ্য করে র‌্যাম্প করতে পারবেন মডেলরা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।