ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

দেখে ভয় পেলেন নাকি! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
দেখে ভয় পেলেন নাকি! (ভিডিওসহ)

ঢাকা: যাত্রীবাহী প্লেনটি মাদ্রিদের জুয়ান শান্তামারিয়া এয়ারপোর্ট থেকে কোস্টারিকার সেন্ট জোসে যাচ্ছিলো। কেবল যাত্রা পথে উড়াল দিয়েছে।

হঠাৎ পড়লো খারাপ আবহাওয়া আর ঝোড়ো বাতাসের কবলে। পাইলট দ্রুত প্লেনটিকে ল্যান্ড করাতে চাইলেন বিমানবন্দরের অন্য একটি রানওয়েতে।

সেটি করতে গিয়ে তিনি মাটির এতো কাছ ঘেঁষে উড়ে ল্যান্ড করালেন যে, প্লেনটির যাত্রী ও নিচের প্রত্যক্ষদর্শীরা আতঙ্ক ও বিস্ময়ে থ হয়ে গেলেন। কিন্তু শেষে মাটির মাত্র কয়েক ফুট উপর দিয়ে উড়ে গিয়ে প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করাতে সমর্থ হন পাইলট।

আটলান্টিক পাড়ি দেওয়া প্লেনটি গত রোববার (০৪ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় হঠাৎ বৈরি আবহাওয়ার মুখে পড়ে। আতঙ্কগ্রস্ত চালক তার গতিপথ পরিবর্তন করেন। এরপর মাটি ঘেঁষা নিচ দিয়ে দ্রুত বেগে বিমানবন্দরের দেয়ালের পাশে প্লেনটি ল্যান্ড করান।

দ্য ইবেরিয়া জেট ফ্লাইট আইবি৬৩১৩ প্লেনটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা অভূতপূর্ব এ দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে আপলোড করেন। যা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

বিমানবন্দরটির কাছে একটি রেস্টুরেন্টের মালিক ফ্রান্সিসকো পোর্টিল্লো বলেন, এটি ছিলো খুবই অস্বাভাবিক রোমাঞ্চকর দৃশ্য। আমরা যেখান থেকে প্লেনের ল্যান্ডিং দেখি সেখান থেকে দেখছিলাম, এতো নিচ দিয়ে প্লেনটি যাচ্ছিল যে, মাটির সঙ্গে তার দূরত্ব মাত্র কয়েক ফুট হবে।

এমন বিপজ্জনক অবতরণের ভিডিও থাকার পরও বিমানবন্দর কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক ও নিয়ন্ত্রিত অবতরণ বলছে।

কোস্টারিকা সিভিল এভিয়েশন অথরিটির প্রধান রোনাল্ড রিচমন্ড বলেন, চালক নিরাপত্তা দেয়াল পার হওয়ার মতো নিরাপদ উচ্চতা নিয়েই অবতরণ করেন। এটি একটু বেশি নিচু হলেও মাটি থেকে প্লেনের উচ্চতা নিরাপদ ছিলো।

অবশ্য চালক প্লেনটিকে অবতরণের জন্য এমন একটি রানওয়ে বেছে নেন, যেখানে পশ্চিম দিক থেকে প্লেন এসে অবতরণ করে। তার আগে তিনি রানওয়ে ফাঁকা রাখতে সুইচ টিপে নিশ্চিত হন।

সব মিলিয়ে এটি একটি সফল রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে জুয়ান শান্তামারিয়া বিমারবন্দরটি অবতরণের জন্য চ্যালেঞ্জিং হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।