ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ফেসবুকে নামের কি ছিরি!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ফেসবুকে নামের কি ছিরি! উইলিয়াম উড (Something Long and Complicated)

মানুষের নামটা নাকি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নামেই নাকি নিহিত থাকে মানুষের ব্যক্তিত্ব।

মানুষ যেমন বিচিত্র, তার নামও বিচিত্র। এক ভাষার নাম অন্য ভাষার মানুষের কাছে উদ্ভটও লাগে অনেক সময়। কিন্তু উদ্ভট নামের ছড়াছড়ি বাস্তব জীবনে যতোটা না, তার চেয়ে বেশি আপনি পাবেন ফেসবুকে। আপনার বন্ধু-তালিকায়ও আছে এমন অনেক নাম। ফেসবুক এসব এতোদিন মেনেই নিয়েছিল। কিন্তু এবার এক লোকের উদ্ভট নাম দেখে ফেসবুক কর্তৃপক্ষেরও আক্কেল গুড়ুম হয়ে গেছে। কিছুতেই তারা এই লোকের নামকে মেনে নিতে পারছে না। পারার কথাও নয় অবশ্য। তারা তাই ওর অ্যাকাউন্টটাই স্থগিত করে দিয়েছে। কারণ ওর ফেসবুক নামটা ছিল ‘Something Long and Complicated’ মানে ওর নামের বাংলা করলে দাঁড়ায় ‘লম্বা আর জটিল কিছু’।

বুঝুন তাহলে নামের কি ছিরি! আর এই নামের অধিকারীকে এজন্য নানা ঝামেলায়ও পড়তে হচ্ছে এখন। ফেসবুক আপাতত তার বিরুদ্ধে ফাজলামোর অভিযোগ এনেই ক্ষান্ত হয়েছে। ওর কারণে এখন ফেসবুক কর্তৃপক্ষ অন্যদেরও আসল নাম ব্যবহারের জন্য বলেছে:  ‘Most recently, Facebook accused him of falling foul of their rule that people must use their ‘authentic’ names.’

‘Something Long and Complicated’ –এই নামের অধিকারীর আসল নামটা জানা গেছে। আসলে ওর নাম ছিল উইলিয়াম উড। পরে ২০০৭ সালে সে তার নাম বদলে এই নাম রাখে। ওর বয়স এখন ৩০।

বৈধ পন্থায়ই সে এটা করেছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ভাবতেই পারেনি যে, নিজের স্বাভাবিক পিতৃদত্ত নাম বদল করে এমন হাস্যকর নামও কেউ রাখতে পারে। অ্যাকাউন্ট স্থগিত করার পর সে তার নাম বদলের প্রমাণ হিসাবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ওয়ার্ক আইডি, ব্যাংক কার্ড, ইউটিলিটি বিল সবকিছুর কপি সরবরাহ করেছে। কিন্তু তবু এখনও সংশয় কাটছে না ফেসবুক ওয়ালাদের। এটা কি বাড়াবাড়ি নয়, আপনারাই বলুন!

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।