ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

খুদে শান্তিকামী!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
খুদে শান্তিকামী! ছবি: প্রতীকী

‘চিলড্রেন আর ওয়াইজার দ্যান দেয়ার এলডার্স’ ( শিশুরা তাদের বড়দের চেয়ে জ্ঞানী) নামে একটা গল্প আছে মহান রুশ লেখক লেভ তলস্তয়ের। সেই গল্পটা এমন: শিশুদের ঝগড়া দেখে বড়রা নিজেদের মধ্যে বাঁধিয়ে দেয় ঝগড়া।

ক্রমে ক্রমে তা বাড়তে বাড়তে রক্তারক্তির উপক্রম হয়। এদিকে যে শিশুরা নিজেদের মধ্যে ঝগড়ায় মেতেছিল, সবার অলক্ষ্যে তারা আবার মিলমিশ হয়ে নতুন করে খেলায় মেতে উঠলো। এসব দেখে বড়রা লজ্জা পেয়ে নিজেদের ঝগড়ায় ক্ষান্ত দিল। তলস্তয়ের এই গল্পের মতোই মেক্সিকোতে ছোট এক বাচ্চা ছেলে বড়দের ঝগড়া থামিয়ে দিয়ে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে: ‘Young Boy Calms Tense Army Protest With Handshake.’

মাদকবিরোধী অভিযানকালে সশস্ত্র সৈন্যরা বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে হেনস্থা করছিল। সৈন্যদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়ে এলাকার সব মানুষ রাস্তায় বেরিয়ে এসে এর প্রতিবাদ জানাতে থাকে। এক পর্যায়ে সৈন্যদের সঙ্গে শুরু হয় বচসা। অবস্থা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। যে কোনো সময় রক্তারক্তির আশঙ্কা। ঠিক তখনই সমূহ সংঘর্ষ শুরু হয়ে যাবে আঁচ করতে পেরে ৫ বছর বয়সের একটা বাচ্চা ছেলে সশস্ত্র সৈন্যদের দিকে এগিয়ে যায়। করমর্দনের জন্য সৈন্যদের দিকে হাত বাড়িয়ে দেয় সে।

বাচ্চাটার বন্ধুত্বের এই বিরল আহ্বানকে এড়িয়ে যাবার ক্ষমতা ছিল না সৈন্যদের। অগত্যা তারাও বাচ্চাটার দিকে হাত বাড়ায়। মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। উত্তেজনার আগুনে জল পড়ে আর উভয় পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কাও দূর হয়। ঠাণ্ডা মাথায় মাথা-গরম বড়দের ঝগড়া থামিয়ে দিয়ে মুহূর্তে ওই পুঁচকে বাচ্চাটা বনে যায় হিরো। একটা পত্রিকা তারই চমৎকার বর্ণনা দিয়েছে অল্প কথায়: ‘This is the brave moment a young boy calmly diffuses the tension between peace protestors and heavily-armed soldiers with a simple handshake.’ ‘মর্নিং শো’জ দ্য ডে’----এই বাচ্চাটার মধ্যে সেটাই দেখা গেছে। কে জানে একদিন আজকের এই বাচ্চাটাই হয়তো হয়ে উঠতে পারে মানবজাতির ভবিষ্যতের ত্রাতা!

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।