ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইঁদুরকে পিঠে নিয়ে ব্যাঙের পুকুরপার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইঁদুরকে পিঠে নিয়ে ব্যাঙের পুকুরপার ছবি: সংগৃহীত

ঢাকা: ই‍ঁদুরকে পিঠে নিয়ে ব্যাঙের সাঁতার কাটার কথা নয়। ইঁদুরের সঙ্গে থাকার কথা নয় ব্যাঙের বন্ধুত্বও।

ত‍ারা দু’জনই দু’জগতের বাসিন্দা। তবে অগত্যা ইঁদুরকে বাঁচাতেই ব্যাঙকুমার এ পদক্ষেপ নিয়েছে।

সম্প্রতি বারক্রফট মিডিয়া ইন্ডিয়ার আলোকচিত্রী হুসাইন লক্ষ্য করেন, পাশের পুকুরে কী যেনো ভাসছে। ভালোভাবে দেখার পর বোঝা গেলো, একটি ছোট্ট ইঁদুর জীবন বাঁচাতে প্রাণপণ লড়ছে।

ডুবে যাওয়া থেকে বাঁচতে জলে ভাসা কাঠের টুকরো ধরে রাখার চেষ্টা করছিলো ইঁদুরটি। হুসাইনের কী করা উচিত তা ভাবার এক মুহূর্ত সময় না দিয়ে হিরো এলো বিপদমুখীকে বাঁচাতে। এই হিরো হচ্ছে, ব্যাঙ।

হুসাইন পুকুরে ক্যামেরা তাক করে বসে রইলেন। ডুবে যাওয়া ইঁদুরকে সুন্দরভাবে পিঠে তুলে নিলো ব্যাঙটি। ইঁদুরটিও জান-প্রাণ দিয়ে আ‍ঁকড়ে ধরে ছিলো ব্যাঙের মাথা। পাড়ে নিরাপদে পৌঁছানোর পর ইঁদুর ঝোঁপের দিকে ছুটলো আর ব্যাঙ ফিরে গেলো পুকুরে।

কথা হচ্ছে, প্রাণিজগতে এ দুই প্রাণী পরস্পর শত্রু। কারণ, তারা দু’জনেই একে অপরের খাদ্য তালিকায় রয়েছে। ইঁদুর যেমন উভচর প্রাণী খায়, তেমনি ব্যাঙও ইঁদুরভোজী।

বাস্তবিক অর্থে এ ঘটনা বলে, উদারতা সত্যিই প্রকৃতির চালিকাশক্তি। অ‍ার তাই হয়তো এ ঘটনার সূত্রপাত!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।