ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পেঁচার কবলে পক্ষীবিদ!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পেঁচার কবলে পক্ষীবিদ! ছবি: সংগৃহীত

নাছোড়বান্দা ফটোশিকারিদের আপনি ‘পাপারাজ্জি’ বা ‘পাপারাৎসি’ যে নামেই ডাকুন, এরা কিন্তু সেলিব্রেটিদের জীবন অতিষ্ঠ করে তুলতে ওস্তাদ। স্বভাবে ওরা যাকে বলে পাজির পা-ঝাড়া।

প্রিন্সেস ডায়ানার পেছনে এসব পাপারাজ্জি কিভাবে দিনরাত লেগে থাকতো আশা করি মনে আছে অনেকেরই। ডায়ানার ঘুম হারাম করে দিয়েছিল ওরা। এসব কারণে ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনেক সেলিব্রেটির। পাপারাজ্জিদের ওপর রাগের মাথায় হামলা চালিয়ে অনেক সেলিব্রেটি খবরের শিরোনামও হন। তাতে উল্টো লাভ হয় পাপারাজ্জিদেরই। ওদের তোলা ছবির দামও তাতে বেড়ে যায় বহুগুণ। এবার এক বিরল প্রজাতির পেঁচার(ইউরেশিয়ান ঈগল-পেঁচা) ছবি তুলতে গিয়ে পেঁচাটির রাগের শিকার হয়েছেন এক ডাচ পক্ষীবিশারদ। ঘটনাটা ঘটেছে হল্যান্ডের হিলভারসাম শহরে। রাগ দেখালেও অতিকায় পেঁচাটি ওই পক্ষীবিদের তেমন কোনো ক্ষতি অবশ্য করেনি।

ইউরেশিয়ান ঈগল-পেঁচা থাকে মূলত গভীর অরণ্যে। কিন্তু হঠাৎই শহরের একটি বাড়ির ছাদে দেখা মেলে বিশালাকায় এক ঈগল-পেঁচার। খবর পেয়ে ফটোশিকারিরা সেদিকে ছোটে দলে দলে। পক্ষীবিদ ভদ্রলোকও ছোটেন তার ক্যামেরা নিয়ে। কিন্তু এতো এতো ক্যামেরাধারী মানুষের উপস্থিতি পেঁচাটির মোটেই ভালো লাগেনি। এক পর্যায়ে সবাই ক্যামেরা নিয়ে ওর খুব কাছে চলে যায়। তখনই বেরসিক পেঁচাটি যায় ক্ষেপে। তৎক্ষণাৎ সে বিশাল ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে আসে ফটোশিকারিদের দিকে। সবচে কাছে ছিলেনি ওই পক্ষীবিদ। তাই সে গিয়ে বসে তাঁর চাঁদির ওপর। সেখানে বসে সে ক্রোধে চোখ পাকাতে থাকে।

বেচারা পক্ষীবিদের চাঁদিতে চুল এতো কম ছিল যে, চাইলে বিশাল নখর দিয়ে পেঁচা তার চাঁদি ফালা ফালা করে দিতে পারতো। কিন্তু না, পেঁচা তার খুলিতে নখের আঁচর বা ঠোঁটের ঠোকর কিছুই দেয়নি। ১০ থেকে ১৫ সেকেন্ড চাঁদির ওপর বসে থেকে এক সময় পেঁচার রাগ পড়ে যায়। সে উড়ে যায় তার আশপাশের গাছপালার দিকে। এভাবে হাঁপ ছেড়ে বাঁচেন বর্ষীয়ান পক্ষীবিদ। একটা সংবাদমাধ্যম লিখেছে: ‘He's behind you! Extremely rare owl surprises bird snapper waiting to take its picture

 এই ঈগল পেঁচার নখ ও ঠোঁটের আকার এতো বড় হয় যে এরা অনায়াসে বড়সড় খরগোশ ছোঁ-মেরে নখরে গেঁথে উড়ে যেতে পারে।   তাই ওই ভদ্রলোকেরও বড় বিপদ হতে পারতো। ক্রুদ্ধ পেঁচাটি হঠাৎই যখন তার প্রায়-চুলহীন চাঁদিতে উড়ে গিয়ে বসল, তখন তো তিনি ভয়ে কাঠ! অন্যদের কাছে অবশ্য এই দৃশ্য ছিল হাসির খোরাক। যাকে বলে ‘‘কারো পৌষ মাস, কারোর বা সবর্নাশ। ’’

নইলে কি আর "Everyone was laughing but he was in complete shock and just stood there very still." পেঁচাটি উড়ে চলে যাবার পর বেচারা পক্ষবিদ প্রথমেই নিজের চাঁদিতে হাত বুলিয়ে দেখলেন রক্তটক্ত বেরিয়েছে কিনা। অবশ্য রক্ত না ঝরলেও ধারালো নখের দাগ ঠিকই রয়ে গেছে তার প্রায়-চুলহীন অরক্ষিত চাঁদিতে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।