ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বেগম রোকেয়ার জন্ম-মৃত্যুবার্ষিকী, জন মিল্টনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বেগম রোকেয়ার জন্ম-মৃত্যুবার্ষিকী, জন মিল্টনের জন্ম বেগম রোকেয়া ও জন মিলটন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৯ ডিসেম্বর ২০১৫, বুধবার। ২৫ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন, কিউবা, গুয়াতেমালা প্রজাতন্ত্র ও ফিলিপাইন কমনওয়েলথ, জার্মানি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
•    ১৯৭১ - সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।
•    ১৯৭৩ - নোয়া ওয়েবস্টার নিউ ইয়র্কের প্রথম দৈনিক সংবাদপত্র আমেরিকান মিনার্ভা প্রতিষ্ঠা করেন।

জন্ম
•    ১৬০৮ - ইংরেজ কবি জন মিলটন।
•    ১৮৮০ - খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংষ্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
•    ১৯৩৮ - বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী।

মৃত্যু
•    ১৯৩২ - খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংষ্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।