ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ডুব দিয়ে লবস্টার শিকারি ল্যাবরাডর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ডুব দিয়ে লবস্টার শিকারি ল্যাবরাডর! ছবি: সংগৃহীত

ঢাকা: লবস্টার খেতে ভালোবাসেন? তাহলে লিলা নামের কুকুরটির মতো আপনার পোষা কুকুরটিকেও সমুদ্রে ডুব দিয়ে লবস্টার শিকার করতে শেখান!

কৃষ্ণকায় মেধাবী ল্যাবরাডরটির নাম লিলা। নিজ মালিকের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লিলা পানির নিচে গিয়ে লবস্টার শিকার করতে শিখেছে।



মালিক ও প্রশিক্ষক দক্ষিণ ফ্লোরিডাবাসী অ্যালেক্স সোলজা পেশায় একটি সমুদ্র সুরক্ষা সংস্থার সহপ্রতিষ্ঠাতা।

লিলার পারদর্শিতায় তিনি যখন ইচ্ছে তখনই লবস্টার দিয়ে ভোজোৎসব করতে পারেন।

ডেইলি টেলিগ্রাফের মাধ্যমে অ্যালেক্স জানান, একবার ফ্রি ডাইভিংয়ের সময় তার মাথায় বুদ্ধি আসে লবস্টার শিকারে লিলাও তাকে সাহায্য করতে পারে!

বিস্ময়করভাবে লিলা প্রথম চেষ্টাতেই লবস্টার ধরে আনে। কৌশলগতভাবে যদিও তার প্রচেষ্টাটি একটু শক্ত ছিলো।

এরপর অ্যালেক্স নিজেই উদ্যোগ নেন লিলাকে এ ব্যাপারে সম্পূর্ণ প্রশিক্ষণ দেবেন।

লিলাকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রশিক্ষণ দেওয়ার শুরু ও শেষ যেনো খেলার মাধ্যমেই হয়। জানান অ্যালেক্স।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।