ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বড়শিতে ১২০ কেজির ক্যাটফিশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বড়শিতে ১২০ কেজির ক্যাটফিশ

ঢাকা: জেলের বড়শিতে ধরা পড়েছে ১শ ২০ কেজি ওজনের এক ক্যাটফিশ। ইউরি এল ডিয়েবলো গ্রিসেন্ডি নামে এক ভদ্রলোক ইতালির পো নদীতে মাছ ধরার সময় দৈত্যাকার ক্যাটফিশটি তার বড়শিতে আটকায়।




কিছু বুঝে ওঠার অ‍াগেই তিনি দেখেন, বিশালদেহী ক্যাটফিশটি বড়শি থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। তখনই বড়শিতে আটকে যাওয়া ক্যাটফিশটিকে ইউরি নৌকায় তোলেন।
 
৩৮ বছর বয়সী গ্রিসেন্ডি ২০ বছর ধরে মাছ ধরছেন। কিন্তু এতো বছরেও এমন দানবদেহী কোনো জলজপ্রাণী তাকে ধরা দেয়নি বলে জানান।


তিনি আরও জানান, এতো বড় ক্যাটফিশই অ‍ামি আগে দেখিনি। মাছটি ধরার পর প্রতিটি মুহূর্ত ছিলো আমার কাছে আনন্দময়।


২শ ৬৫ পাউণ্ডের একটি মাছ অবশ্যই অনেক বড়। একঘণ্টা মাছ খোঁজার পর এমন একটি মাছ হাতে পাওয়া অনেক বড় অর্জন, জানান ইউরি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএমএন/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।