ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভারতে প্রথম মালবাহী ট্রেন, নিউইয়র্কে লিংকন টানেল চালু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ভারতে প্রথম মালবাহী ট্রেন, নিউইয়র্কে লিংকন টানেল চালু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার। ৮ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
•    ১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
•    ১৯৩৭ – নিউ ইয়র্কে লিংকন টানেল চালু হয়।
•    ১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

জন্ম
•    ১৮৮৭ - প্রতিভাবান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন।

মৃত্যু
•    ১৯৫৮ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী তারকনাথ দাস।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।