ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

জিলিনের তুষার ভাস্কর্য

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জিলিনের তুষার ভাস্কর্য December2015/December24/tusm_746632736.jpg

ঢাকা: তার নাম লিউ কিং। অবসরপ্রাপ্ত এ শিক্ষকের অবসরের অবকাশ থাকে না শীত এলে।

তার নামের আগে যুক্ত হয়েছে আরেক পদবী, তুষার-ভাস্কর।

চীনের জিলিন শহরের লুমাহু পার্কে চোখ ধাঁধানো বরফের ভাস্কর্য তৈরি করে অনেক আগেই সুখ্যাতি গড়েছেন লিউ। গত কয়েক বছরে লিউ বহু তুষার-ভাস্কর্য তৈরি করেছেন।

এ বছর বরফ দিয়ে তৈরি করেছেন ১৫ মিটার (প্রায় ৫০ ফুট) লম্বা কুমির আর তিন মিটার (প্রায় ১০ ফুট) লম্বা মাছ।

প্রতি শীতে কয়েকশো দর্শনার্থী পার্কে আসেন তার কাজ দেখতে। এই শীতে আমরাও না হয় একবার দেখে নিলাম তার নিখুঁত বরফশিল্প!
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।