ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

প্যারিসের ইকোলজিক্যাল ‘ফ্লাওয়ার টাওয়ার’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
প্যারিসের ইকোলজিক্যাল ‘ফ্লাওয়ার টাওয়ার’

ঢাকা: বনে বসবাসের ছিটেফোঁটা ইচ্ছেও যদি আপনার মনে থেকে থাকে তাহলে প্যারিসের ‘ফ্লাওয়ার টাওয়ার’ নামের ভবনটি স্বপ্নকে উপলব্ধিতে রূপান্তর করতে পারে।

এশিয়ান স্থাপত্যকলায় বাঁশের ব্যবহার অনেক আগে থেকেই রয়েছে।

বর্তমানে ইউরোপ ও অ‍ামেরিকান স্থাপত্যশিল্প ও অন্দরসজ্জায় বাঁশের বহুল ব্যবহার দেখা যাচ্ছে।

ফরাসি স্থপতি ও শহর পরিকল্পনাকারী এডওয়ার্ড ফ্রাঁসোয়া ১০তলা ফ্লাওয়ার টাওয়ার আবাসিক ব্লকের নকশা করেছেন। যা তিনি সাজিয়েছেন মোট তিনশো ৮০টি বাঁশ গাছের টব দিয়ে।

অটোমেটিক ওয়াটারিং সিস্টেমের মাধ্যমে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। বৃষ্টির পানিকে পূর্ণব্যবহারযোগ্য করে নেওয়া হয়েছে এ ব্যবস্থায় ।

ইকোলজিক্যাল ভবন নির্মাণ প্রসঙ্গে এডওয়ার্ড বলেন, ডেকোরেশনের জন্য বাঁশগাছকে বেছে নেওয়ার কারণ, বাতাস হলে বাঁশপাতায় অনেক শব্দ হয়, যা ঘরে বসবাসকারীদের প্রাকৃতিক পরিবেশে থাকার অনুভূতি তৈরি করবে।

চীন ও এশিয়ার আবাসিক নির্মাণকাজে বাঁশ সুলভমূল্যে পাওয়া গেলেও ফরাসি এই ব্লকে এসে এদের মূল্য দাঁড়িয়েছে সর্বমোট ৮৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা হয় ৩৪ কোটি ৪০ ল‍াখ প্রায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।