ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেয় অজি-ইংলিশরা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেয় অজি-ইংলিশরা মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেয় অজি-ইংলিশরা (ছবি: সংগৃহীত)

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৫ জানুয়ারি, ২০১৭, বৃহস্পতিবার। ২২ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৫৪ - যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে স্টিমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩০০ মানুষ।
•    ১৯০৯ - পানামাকে স্বাধীন ঘোষণা করে কলম্বিয়া।
•    ১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসেবে পরিচিতি পায়।
•    ১৯৭১ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

ব্যক্তি
•    ১৫৯২ - মোঘল সম্রাট শাহজাহানের জন্ম।
•    ১৯৬৯ - আমেরিকান গায়ক মার্লিন ম্যানসনের জন্ম।
•    ১৯৪৮ - অস্ট্রেলিয়ান মিডিয়া আইকন ওয়ালি ফোরম্যানের জন্ম।
•    ১৯৪৮ - আমেরিকান অভিনেতা ও পরিচালক টেড ল্যাঙ্গের জন্ম।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।