ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ট্রেন কেড়ে নেয় হাত-পা, মনোবল নয়...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ট্রেন কেড়ে নেয় হাত-পা, মনোবল নয়... এক হাতে ব্যাটে বল পেটাচ্ছে রাব্বি । ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্লাসের সময় হয়ে এলো। বন্ধুদের নিয়ে রেললাইন ধরে দে ছুট। এরমধ্যেই পেছন দিক থেকে আসতে থাকলো ট্রেন। চলেও এলো, কিন্তু তার আগে যে রেললাইন পেরিয়ে গেলো বন্ধুরা! সে কেন পড়ে থাকবে? দিলো সেও ছুট! কিন্তু হায়, সে পেরোতে পারলো না। ট্রেন কেটে নিয়ে গেলো তার একটি হাত, একটি পা। সে পড়ে রইলো লাল রক্তে জবজবে হয়ে।

আট বছর আগের এই স্বপ্নভঙ্গের কথা বলতে বলতে কেঁদে ফেললো ১৬ বছরের কিশোর রাব্বি। বাড়ি কুমিল্লার লাকসামে।

এখন থাকে ঢাকার তেজগাঁওয়ের রাজা বাজারে।

ট্রেন হয়তো হাত-পা কেড়ে নিয়েছে রাব্বির, কিন্তু কেড়ে নিতে পারেনি তার মনোবল। যে অসীম মনোবলের জোরে তেজগাঁও কলেজের সামনের একটি পার্ককে ক্রিকেটীয় দুরন্তপনায় মেতে থাকতে দেখা গেলো তাকে।

হাত-পা নেই বলে ভিক্ষা করতে হয় রাব্বিকে। জানালো, ‘পঙ্গু’ বলে তাকে কেউ কাজ দেয় না। সেজন্যই ‘লজ্জার’ হলেও এ পথ বেছে নিয়েছে সে। ব্যাট হাতে হুইল চেয়ারে বসে আছে রাব্বি।  ছবি: জিএম মুজিবুরকিন্তু এর পেছনেও আছে তার দায়িত্ববোধের গল্প। রাব্বির আরও এক ভাই এবং এক বোন আছে। ভাইটি ৪র্থ শ্রেণিতে পড়ে। ৩ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান মা। আবার বিয়ে করে দায়িত্বটা ভুলে যান বাবা। তাই ছোট ভাই ও বোনকে মানুষ করতে ‘কিছু একটা’ করতে ঢাকায় ওঠে। কিন্তু কোনো কাজ পায় না, শেষমেষ বাধ্য হয় ভিক্ষেবৃত্তিতে নামতে।

হুইল চেয়ারে ঘুরে ঘুরে প্রতিদিন ভিক্ষা করে তার যা আসে তার বেশিরভাগই বাড়িতে পাঠাতে হয়, সেখানে বাবা আর সৎ মায়ের কাছে রেখে ভাই-বোনদের মানুষ করতে চাইছে রাব্বি।

স্বপ্ন ছিলো তারও। পড়শীদের বাড়িতে, দোকানে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে তার মন চাইতো, সেও একদিন যদি এভাবে খেলতে পারতো, সবাই তাকে টিভিতে দেখতো। কিন্তু সে স্বপ্নে যে ভঙ্গ ধরালো ঘাতক ট্রেন। এক হাতে ব্যাটে বল পেটাচ্ছে রাব্বি।  ছবি: জিএম মুজিবুররাব্বি বলছিলো, “জীবনে স্বপ্ন ছিল বড় হয়ে আমি নামজাদা ক্রিকেটার হবো। কিন্তু  নিয়তি আমাকে রাস্তার ভিক্ষুক বানিয়ে দিলো। ”

স্বপ্ন হয়তো ভেঙেছে, কিন্তু ক্রিকেটের নেশা কাটাতে পারেনি ঘাতক ট্রেন। তাই তো সময়-সুযোগ হলেই এই পার্কে বন্ধুদের নিয়ে এসে ক্রিকেটীয় দুরন্তপনায় মাতে রাব্বি।

রাব্বি চায় এমন কোনো উপায়, যাতে তার ভিক্ষা করতে না হয়। কিন্তু কে বের করবে সে উপায়?

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।