ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম নেতাজী সুভাষচন্দ্র বসু (ছবি-সংগৃহীত)

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
 

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ জানুয়ারি, ২০১৭, সোমবার। ১০ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯২০ - ভারতীয় উপমহাদেশে প্লেনে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু।
•    ১৯৪৩ - ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
•    ১৯৮৯ - তাজাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

ব্যক্তি 
•    ১৮৫৯ -  ঊনবিংশ শতাব্দীর শক্তিমান বাঙালি কবি ও সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রয়াণ।
•    ১৮৯১ - ইতালীয় মার্কসবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসির জন্ম।
•    ১৮৯৭ - ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম।
•    ১৯০৯ - শক্তিমান বাঙালি কবি নবীনচন্দ্র সেনের মৃত্যু।
•    ১৯৩০ - নোবেলজয়ী ওয়েস্ট ইনিই সাহিত্যিক ডেরেক ওয়ালকটের জন্ম।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।