ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মুহুরী নদীর পাশে গিয়ে এ কোন দৃশ্য দেখি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
মুহুরী নদীর পাশে গিয়ে এ কোন দৃশ্য দেখি! সামনে নদী আর অবারিত প্রান্তরে লালিমার ছড়াছড়ি

দেশের পরতে পরতে সৌন্দর্য্য লুক্কায়িত। সবুজ শ্যামল দেশের গ্রামে গঞ্জে গেলে বিমোহিত হতেই হয়। এখানে সকালের একরূপ, সন্ধ্যায় তায় ভিন্ন বিন্যাস। কিন্তু ফেনী জেলার মুহুরী নদীর পাশে গিয়ে এ কোন দৃশ্য দেখি! সূর্য্য তখন পশ্চিম আকাশে ডুবের যাত্রায়।

সামনে নদী আর অবারিত প্রান্তরে লালিমার ছড়াছড়ি। তার মাঝে সাদা রঙের উইন্ডমিলের সারি।

বায়ু থেকে বিদ্যুৎ তৈরির এই প্রকল্প মুগ্ধ করে দেওয়ার মতো। আমি মুগ্ধ। সেই মুগ্ধতা ধরে রাখতে মোবাইল ফোনের ক্যামেরায় সে দৃশ্য বন্দি করতে ভুল করিনি। বাংলানিউজের পাঠকদের জন্য ছবিটি তুলে ধরছি সে মুগ্ধতা আরও বেশি করে ছড়িয়ে দিতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।