ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

টমাস আলভা এডিসনের জন্ম ও মুজতবা আলীর প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
টমাস আলভা এডিসনের জন্ম ও মুজতবা আলীর প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ ফেব্রুয়ারি, ২০১৭, শনিবার। ২৮ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৩৫ - দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
•    ১৮৭৮ - ব্রিটিশ আবহাওয়া দপ্তর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
•    ১৯২৯ - ভ্যাটিকান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
•    ১৯৪৫ - ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া), যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।


ব্যক্তি
•    ১৮৪৭ - বৈদ্যুতিক বাতি, কিন্টোগ্রাফ ও ফোনোগ্রাফের মতো যন্ত্রের বিখ্যাত আবিষ্কারক যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্ম।
•    ১৮৮২ - কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম।
•    ১৯৪৮ - রুশ চলচ্চিত্রকার সের্গেই আইজেনস্তাইনের মৃত্যু।
•    ১৯৬২ - সাহিত্যিক ও সম্পাদক সজনীকান্ত দাসের মৃত্যু।
•    ১৯৬৩ - মহিলা কবি সিলভিয়া প্লাথের মৃত্যু।
•    ১৯৭৪ - ভ্রমণ, রম্য সাহিত্যিক এবং বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।