ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ও স্টিভ জবসের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ও স্টিভ জবসের জন্ম বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ও স্টিভ জবস (ছবি: সংগৃহীত)

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ ফেব্রুয়ারি, ২০১৭, শুক্রবার। ১২ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।
•    ১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।
•    ১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।
•    ১৯১৮ - সোভিয়েত ইউনিয়ন থেকে এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
•    ১৯২০ - জার্মানিতে কুখ্যাত নাৎসি পার্টি গঠন করা হয়।
•    ১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
•    ২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরও ৩ বছর বহাল ছিলেন।

ব্যক্তি
•    ১১০৩ - জাপানের সম্রাট তোবার জন্ম। তিনি প্রয়াত হন ১১৫৬ সালে।
•    ১৮৩৭ - স্প্যানিশ কবি রোসালিয়া ডি কাস্ত্রোর জন্ম। তার মৃত্যু হয় ১৮৮৫ সালে।
•    ১৯৩৯ - বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলামের জন্ম। দেশের পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। জামাল নজরুল মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিকাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
•    ১৯৫৫ - অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রযুক্তিবিদ স্টিভ জবসের জন্ম।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।