ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সূর্যাস্তের ক্ষণে চোখ জুড়ানো গাঙচিলের ঝাঁক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
সূর্যাস্তের ক্ষণে চোখ জুড়ানো গাঙচিলের ঝাঁক সূর্যাস্তের ক্ষণে চোখ জুড়ানো গাঙচিলের ঝাঁক-ছবি: বাংলানিউজ

বিকেলের সূর্যের আলোয় চিক চিক করছে নদীর পানি। সোনালি রঙের পানির সেই নদীর বুক চিরে চলছে নৌযান। মন মাতানো ঢেউ। ঢেউয়ের খানিক উপরেই সাদা-কালো গাঙচিলের ঝাঁক। দু’চারটি নয়, শত শত গাঙচিল উড়ছে ডানা মেলে। শত মানুষের চোখ সেই গাঙচিলের ডানায়।

দক্ষিণের জেলা বরিশাল থেকে নদীপথে ফেরার সময় ঝাঁকে ঝাঁকে গাঙচিলের উড়াউড়ি, নদীর ঢেউ আর বিকেলের নদীর দৃশ্য ক্যামেরা বন্দি করছেন সবাই।

সূর্য ডোবার বিপরীতে চলছে নৌযানটি।

গাঙচিলগুলো উড়ছে নৌযানের গতিতে, নৌযানেরই দিকে। সেগুলো পানিতে বসছে, আবার ডানা মেলে উড়ছে, কখনও কখনও কাছেও আসছে।   সূর্যাস্তের ক্ষণে চোখ জুড়ানো গাঙচিলের ঝাঁক-ছবি: বাংলানিউজবৃহস্পতিবার বরিশাল থেকে গ্রিন লাইন ওয়াটার ওয়েজে ঢাকায় ফেরার পথে মেঘনার বুকে দেখা গেল এসব গাঙচিল। বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত মেঘনার বুকে হাইমচর এলাকায় প্রায় দেড় ঘণ্টা দেখা গেল শত শত গাঙচিল।

সূর্যাস্তের ক্ষণে চোখ জুড়ানো গাঙচিলের ঝাঁকখাবারের সন্ধানে নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে উড়ছে এসব গাঙচিল। খাবার পাওয়া যাক আর না যাক নৌযানের গতির সঙ্গে উড়ে চলাই যেন এদের আনন্দ।   সূর্যাস্তের ক্ষণে চোখ জুড়ানো গাঙচিলের ঝাঁক-ছবি: বাংলানিউজনদীর বুকে সূর্যাস্তের সঙ্গে ওয়াটার ওয়েজের যাত্রীরা গাঙচিলের ছবি তুলছেন। গাঙচিলগুলোর উড়াউড়ি উপভোগ করছেন শিশুরাও।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।