ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যে পাড়ি দেন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যে পাড়ি দেন ইউরি গ্যাগারিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।
সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ এপ্রিল, ২০১৭, বুধবার। ২৮ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১২০৪-ক্রুসেডের বাহিনী কনস্তানিপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।
১৬৩৩-গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৮০১-উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।  
১৮৬১-আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। ১৮৬৭-জাপানি সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।
১৯১৯-রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
১৯৩২-স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।  
১৯৫৫-পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জনাস সক এবং ঘোষণা দেন নিরাপদ ও কার্যকরী বলে।
১৯৬১-বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে পাড়ি দেন।

জন্ম
১৮২২-ইংরেজ সঙ্গীত স্রষ্টা হেনরি পিয়ারসন।  
১৮২৩-প্রখ্যাত রুশ নাট্যকার আলেকজান্ডার ওসট্রাভস্কি।
১৮৮৫-প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
১৯৪৫-আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
১৯৭৫-সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানী।
১৯৮১-বিশ্বের শ্রেষ্ঠ হেভিয়েট মুষ্ঠিযোদ্ধা জা লুই।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।