ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাফল্যের সুখস্মৃতি

ভবিষ্যতের দিকে একধাপ এগিয়েছি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
ভবিষ্যতের দিকে একধাপ এগিয়েছি শাহ ইশতিয়াক

মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, কারণ আজকের দিনটা আমার জীবনের অন্যতম একটি খুশির দিন। আমি মো. শাহ ইশতিয়াক সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছি।

আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা-বাবার। কারণ উনারা সব সময় আমার পাশে ছিলেন।

সাহস যুগিয়েছেন এবং বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। আমি অশেষ কৃতজ্ঞ আমার বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি। কারণ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আমি এই সাফল্য আর্জন করতে পেরেছি।

আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধুদের, বিশেষ করে সাফওয়ান, পান্না, দ্রুব উদয়ের প্রতি। তোদের সহযোগিতায় ও সাহসে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোদের ভুলবো না কখনো।

ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়েছি, সেই সাথে আরও দায়িত্ব বাড়লো। ভবিষ্যতে আমি ম্যাজিস্ট্রেট হতে চাই।

সবশেষে মা-বাবা ও বিদ্যালয়ের মুখ আমি উজ্জ্বল করতে পেরেছি তাতেই স্বার্থকতা।

দুই ভাই এক বোনের মধ্যে বাবা-মায়ের বড় ছেলে আমি। নগরীর মিরের ময়দান অর্নব-২০ বাসায় থাকি। বাবা মো. শাহ ফারুক ও মা মালেকা ইয়াসবিন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনইউ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।