ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

মার্শাল টিটো ও সিদ্দিকা কবীরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ৬, ২০১৭
 মার্শাল টিটো ও সিদ্দিকা কবীরের জন্ম মার্শাল টিটো ও সিদ্দিকা কবীর

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৭ মে, ২০১৭, রোববার। ২৪ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩২ - গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।
•    ১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।
•    ১৯২৩ - অমৃতসরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
•    ১৯২৭ - লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।
•    ১৯৫৪ - দিয়েন বিয়েন ফুর পতনের সঙ্গে সঙ্গে ভিয়েতনাম ফরাসি শাসনের কবল থেকে মুক্ত হয়।

ব্যক্তি
•    ১৮১২ - ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের জন্ম।
•    ১৮৬৮ - সাহিত্যে নোবেলজয়ী পোলিশ কথাসাহিত্যিক ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্টের জন্ম।
•    ১৮৯২ - যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জোসেফ ব্রজ মার্শাল টিটোর জন্ম। স্বদেশে অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত টিটো ১৯৪৫ থেকে মৃত্যু-পূর্ব পর্যন্ত দোর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেন। তার অন্যতম কৃতিত্ব হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের বলয়ে অবস্থান করে যুগোশ্লাভিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করা এবং পরবর্তীতে জোট নিরপেক্ষ আন্দোলনে নেতার ভূমিকায় অবতীর্ণ হওয়া। যুগোশ্লাভিয়ার বিবাদমান বিভিন্ন জাতি-গোষ্ঠীকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টিটো। কিন্তু তার মৃত্যুর এক দশকের মধ্যে সেখানে গৃহযুদ্ধ বেঁধে দেশটি ভেঙে যায়। যুগোস্লাভিয়া মূলত বিংশ শতাব্দীতে সর্বাপেক্ষা ইউরোপের পশ্চিমাংশে বলকান উপদ্বীপে ক্রমাগত সম্প্রসারণশীল ছিল। সেখানে এখন সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, ম্যাসেডোনিয়া ও স্লোভেনিয়া রাষ্ট্র গড়ে উঠেছে। টিটো মারা যান ১৯৮০ সালে।
•    ১৯৩১ - বাংলাদেশি পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীরের জন্ম। পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা সিদ্দিকা কবীর স্নাতক পাসের পর প্রথমে ভিকারুননিসা নূন স্কুল এবং পরে ইডেন কলেজে শিক্ষকতা করেন। এর আগে ছাত্রী অবস্থায় তিনি রেডিওতে কাজ করতেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে মাস্টার্স করেন। দেশে ফিরে তিনি সহকারী অধ্যাপক হিসাবে গার্হস্থ্য অর্থনীতি কলেজে যোগ দেন। অবসরে যান ১৯৯৩ সালে। ২০১২ সালের ৩১ জানুয়ারি মারা যান সিদ্দিকা কবীর।
•    ১৯৭১ - বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর রণদাপ্রসাদ (আর পি) সাহা পাকিস্তান সেনাবাহিনীর হাতে অপহৃত হন। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি।

বাংলাদেশ সময়: ০০১০, মে ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।