ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আমি মানুষের সেবার জন্য ডাক্তার হতে চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ৭, ২০১৭
আমি মানুষের সেবার জন্য ডাক্তার হতে চাই অপি বিশ্বাস

আমি অপি বিশ্বাস। উত্তরের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরের পৌর এলাকার পুরাতন বাবুপাড়ায় বসবাস। বাবা-মায়ের ইচ্ছে ছিলো আমি ভালো রেজাল্ট করে সবার মুখ উজ্জ্বল করি। আমার সে আশা পুরণ হয়েছে। 

বাবা-মা ও স্কুলের শিক্ষকদের আন্তরিকতায় এবারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ গোল্ডেন-৫ প্লাস পেয়েছি। বাবা ঢাকায় গার্মেন্টস ফ্যাকরিতে ছোট্ট চাকরি করেন।

পরিবারের অভাব-অনটনের মধ্যে বড়ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্সে লেখাপড়া করছে।  

আমার বাবার রাম কিষাণ বিশ্বাস আর মায়ের নাম মুক্তি বিশ্বাস। আমি বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি করেছি কিন্ত পড়ার সময় মনোযোগ দিয়ে লেখাপড়া করে এই সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। সেজন্য সবার আশীর্বাদ চাই।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭


               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।