ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ৯, ২০১৭
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’

১০ মে, ২০১৭, বুধবার। ২৭ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
-১৫২৬ সালে পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
-১৮৫৭ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়।
-১৮৭১ ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।
-১৯৩৩ সালে বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
-১৯৪০ সালে জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।
-১৯৪১ সালে ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস ‍অব কমন্স ধ্বংস হয়।
-১৯৮৩ খ্রিষ্টব্দের এ দিনে ইরাকের বার্থ সরকার আয়াতুল্লাহ হাকিমের নিরীহ ৯০ জন সদস্যকে গ্রেফতার করে এবং তার মধ্যে ৬ জনের প্রাণদণ্ড কার্যকর করে।

জন্ম
-১৭৬০ ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি জাতীয় সংগীতের লেখক।
-১৮৬৩ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী; বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। উপেন্দ্রকিশোরের জন্ম ১২৭০ বঙ্গাব্দের ২৭ বৈশাখ (১৮৬৩ সালের ১০ মে) ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে।
-১৯৭৪ সিল্‌ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
-১৯৮৫ সালে সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু।

দিবস
ইস্টার দিবস (খ্রিস্টান)।
সংবিধান দিবস (মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্রীয় প্রদেশ)।
মা দিবস (এল সালভাদর, গুয়োতমালা এবং মক্সিকো)।
কনফিডিরেট স্মারক দিবস (উত্তর ক্যারোলিনা এবং দক্ষিণ ক্যারোলিনা)।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মে ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।