ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

জ্যৈষ্ঠের রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
জ্যৈষ্ঠের রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব জ্যৈষ্ঠের রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব- ছবি: সুমন শেখ

জ্যৈষ্ঠের প্রথম রাতে কালবৈশাখী ঝড় বয়ে যায় সারা দেশের উপর দিয়ে। ঘরের ভেতর থেকে ঝড়ের তাণ্ডবের মাত্রা বোঝা না গেলেও, মঙ্গলবার (১৬ মে) সকালে রাস্তায় বের হওয়া মাত্রই ভালোভাবেই বোঝা গেলো। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পড়ে আছে ছোট বড় অনেক গাছপালা। এতে করে কিছু কিছু এলাকার রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধও ছিল।

ছবি: সুমন শেখ
মঙ্গলবার (১৬ মে) সকালে রাজধানীর রমনা পার্কে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পার্কের বিভিন্ন জায়গায় পড়ে আছে ছোট বড় অনেক গাছপালা। রমনার রেস্টুরেন্টের পাশেই পড়ে রয়েছে বিশাল আকারের একটি আমগাছ।

রাস্তার উপর গাছটি পড়ে থাকার কারণে পথচারীরা কাদার ওপর দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন।

 

ছবি: সুমন শেখ
ঝড়ে উপড়ে যাওয়া বিশাল গাছটির সামনে সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী রইস মিয়া। গাছটি এভাবে পড়ে যাবে তা বিশ্বাসই হচ্ছিলো না তার। প্রতিদিন সকালে রমনা পার্কে হাঁটতে আসেন তিনি।

 

ছবি: সুমন শেখ
কাকরাইল মসজিদ থেকে মিন্টুরোডের দিকে যাওয়ার পথে রমনা পার্কের সীমানা প্রাচীরের বাইরে থাকা বিশাল আকারের রেইন-ট্রি গাছটি পার্কের দেয়াল ভেঙে ভেতরের রাস্তার উপর পড়ে রয়েছে।

ছবি: সুমন শেখ
রমনা পার্কের ভেতরের পশ্চিম পাশে জনসাধারণের জন্য শরীর চর্চার স্থানের উপরেই পড়ে রয়েছে কালবৈশাখী ঝড়ে পড়া যাওয়া আমগাছটি।

ছবি: সুমন শেখ
রমনা পার্কের পাশের ফুটপাথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা গাছগুলোকে পরিষ্কারে ব্যস্ত হয়ে ওঠেন পিডাব্লিউডির লোকেরা।

ছবি: সুমন শেখ
সকালে রাজধানীর রমনা পার্কে জগিং করতে আসা মো. আবুল বাশার অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন পড়ে যাওয়া বিশাল আকারের আমগাছটির দিকে।

ছবি: সুমন শেখ
কালবৈশাখী ঝড়ে বিশাল কৃষ্ণচূড়া গাছটি দাঁড়িয়ে থাকলেও, গাছটির অর্ধেক অংশ ভেঙে পড়ে রাস্তার ওপর।

ছবি: সুমন শেখ
এলোপাথাড়িভাবে পড়ে থাকা গাছগুলোকে কেটে সারানোর জন্য কাজ করছেন কাঠুরিয়ারা।

ছবি: সুমন শেখ
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এলোমেলোভারে পড়ে থাকা গাছের ডাল সরিয়ে নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।