ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বার্নার্স-লি’র জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বার্নার্স-লি’র জন্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বার্নার্স-লি’র জন্ম

ইতিহাসের এই দিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৮ জুন, ২০১৭, বৃহস্পতিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৯৩৬- ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।

১৯৪৮- ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।

১৯৪৯- শ্যাম দেশের নাম বদলে রাখা হয় থাইল্যান্ড।

১৯৬৮- বারমুডার সংবিধান গৃহীত।

১৯৭০- আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

২০০২-বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

জন্ম

১৯১৬- ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।

১৯৫৫- টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক।

মৃত্যু

১৮৪৫- এন্ড্রু জ্যাক্‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।

১৯৭০-আব্রাহাম মাসলো, একজন আমেরিকান মনোবিজ্ঞানী।

১৯৯৮ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।