ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

উইলিয়াম কেরি ও চালর্স ডিকেন্সের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ৮, ২০১৭
উইলিয়াম কেরি ও চালর্স ডিকেন্সের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৯ জুন, ২০১৭, শুক্রবার। ২৬ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
•    ১৫৩৫- স্প্যানিশ সৈন্যবাহিনী লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। এর মধ্য দিয়ে দেশটিতে ২৭৬ বছরের স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়।
•    ১৯১৫- আমেরিকান গিটারিস্ট ‘লিস পল’ জন্মগ্রহণ করেন। তিনি ইলেক্ট্রিক গিটারের বর্তমান রূপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
•    ১৯২৪- বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
•    ১৯৩১- প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়।
•    ১৯৫৬ - আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।
•    ১৯৫৭- ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন।
•    ১৯৬০- চীনে টাইফুন মেরি আঘাত হানে। এক হাজার ৬শ জনের মৃত্যু হয়।
জন্ম
•    ১৬৪০ - রোমান শাসক লিওপড।
•    ১৬৭২- রাশিয়ার জার প্রথম পিটার দ্য গ্রেট।
•    ১৭৭৬ - ইতালীয় পদার্থবিদ অ্যামেদিও অ্যাভোগ্যাড্রো।
•     ১৭৮১ - রেলওয়ে ইঞ্জিনের নকশাকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।
•    ১৮৩৬ - ইংল্যান্ডের প্রথম নারী মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন।

মৃত্যু

•    ১৮৩৪- মিশনারি, বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরি। জন্ম: ১৭ আগস্ট ১৭৬১।
•    ১৮৭০- চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক। জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২।
•    ১৯৪০- থাইল্যান্ডের যুবরাজ আনন্দ মাহিডল।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুন ৯, ২০১৭
এএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।