ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কুয়া থেকে টেনে তোলা হলো হাতি শাবককে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
কুয়া থেকে টেনে তোলা হলো হাতি শাবককে

শাবকসহ ৮টি হাতি গ্রামে প্রবেশ করেছে। তাদের ভয়ে সবাই আতঙ্কিত। তাড়ানোর উপায় হিসেবে আতশবাজি ফোটানো হলো। এতে কাজেও দিলো। তবে পর মুহূর্তে গ্রামবাসী কুয়ার মধ্যে একটি হাতি শাবক আবিষ্কার করলেন। এবার তাকে কিভাবে উদ্ধার করা যায় সে উপায় খোঁজার পালা।

সম্প্রতি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর একটি গ্রামে পাহাড় থেকে একদল হাতি প্রবেশ করলে গ্রামবাসী তাদের তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় গ্রামবাসী উপায় না পেয়ে আতশবাজি ফুটাতে থাকেন।

 

বন বিভাগের এক কর্মকর্তা জানান, হয়তো পানি পান করতে হাতির দলটি গ্রামে প্রবেশ করে। এ সময় আতশবাজির আওয়াজে ৫ মাস বয়সী ওই শাবকটি ভয় পায়। তাতেই সে কুয়ায় পড়ে যায়। যাদিও শেষ পর্যন্ত ৬ গ্রামবাসী মিলে হাতিটিকে টেনে কুয়া থেকে উপরে তুলে।  

এরপর হাতি শাবকটিকে তার দলের সঙ্গে যোগ করে দেওয়া হয়। কুয়ায় পড়লেও শাবকটির কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।