ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকা বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকা

সিলেট: চলছে বর্ষা মৌসুম। কখনো টানা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে সিলেটের বিভিন্ন জেলার প্রতিটি খাল-বিল, নদ-নদী-নালা কানায় কানায় টইটুম্বুর।

একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। কোথাও কোথাও বৃষ্টির পানি ঢুকে পড়েছে ঘর বাড়ি, দোকান ও স্কুলে।

অলি-গলির রাস্তাঘাটও তলিয়ে গেছে। এ সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়‍াতের জন্য নৌকার কদর বেড়েছে সিলেটবাসীর কাছে।
নৌকার বিভিন্ন চিত্র উঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকাসিলেটের সালুটিকর এলাকায় নদীর তীরে বসেছে নৌকার হাট। সারি সারি নতুন নৌকা ঘাটে বেঁধে ক্রেতার অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকাঘাটের পাশেই নৌকার নতুন বৈঠা বিক্রির জন্য বসে আছেন বিক্রেতারা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকাজলাবদ্ধতার কারণে অনেক রাস্তাই ডুবে যায়। তাই কখনো ব্যাটারিচালিত অটোরিকশা আবার কখনো নৌকায় করে গন্তব্যে যেতে হয় মানুষজনকে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকাদূরের গন্তব্যে যেতে অনেকেই ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করছেন। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিক্রি হচ্ছে নৌকাচাহিদা বিবেচনা করে পুরাতন নৌকা মেরামত করছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।