ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৭ জুলাই, ২০১৭, সোমবার। ২ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৬২- দ্বিতীয় ক্যাথরিন রাশিয়ার জার মনোনীত হন।
১৮৩০- টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট তৈরি করেন।
১৯৬৩- স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৮- ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে।
জন্ম
১৯১৭- বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব। তার জন্ম ১৯১৭ সালে বাংলাদেশের ফরিদপুরে। ভারতের গণনাট্য সংঘের প্রথম সারির নাট্যকর্মী ছিলেন তিনি। ১৯৪৪ সালে লেখা নবান্ন তার বিখ্যাত নাটক। তিনি ১৯ জানুয়ারি, ১৯৭৮ সালে কলকাতায় মারা যান।
১৯৫৪- জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
১৯৭২- ইয়াপ স্টাম, ডাচ ফুটবলার।
মৃত্যু
১৭৯০- অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ।
১৯১২- অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৯৩১- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, মুসলিম জাগরণের কবি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।