ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

হেমিংওয়ের জন্ম, কায়কোবাদের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
হেমিংওয়ের জন্ম, কায়কোবাদের মৃত্যু হেমিংওয়ের জন্ম, কায়কোবাদের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ জুলাই, ২০১৭, শুক্রবার। ৬ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৯৮- পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন মামেলুক সেনাবাহিনীকে পরাজিত করে মিশর দখল করেন।
১৮৩১- নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
১৮৮৩- ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন করা হয়।
১৯৫৯- মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।

জন্ম
১৬২০- জিন পিকার্ড, ফরাসি জোর্তির্বিদ।
১৬৬৪– ম্যাথু প্রাইয়োর, ইংরেজ কবি ও কূটনীতিক।
১৬৯৩– টমাস পেলহ্যাম-হোলস, নিউকাসল-আপন-টাইনের ১ম ডিউক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৭১০– পল মোরিং, জার্মান শল্যচিকিৎসক।
১৭৬২– টিমোথি হাইনম্যান, রাস্তা নির্মাণের পথপ্রদর্শক।
১৮৯৯- আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন উপন্যাসিক, ছোটগল্প রচয়িতা এবং সাংবাদিক। মৃত্যু ২ জুলাই ১৯৬১। ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পান। দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সি তার বিখ্যাত উপন্যাস।

মৃত্যু
১৯৪৪- ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯৫০- জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
১৯৫১- মহাকাব্য রচয়িতা মহাকবি কায়কোবাদ। প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। ১৯০৪ সালে লেখা মহ‍াশ্মশান তার বিখ্যাত মহাকাব্য।
১৯৭৬ - আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।