ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ জুলাই, ২০১৭, সোমবার। ৯ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৩৪ - ফরাসি অভিযাত্রী কানাডায় তরী ভিড়িয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন।
•    ১৯১১ - মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন।
•    ১৮৬১ - ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস্ লং কারারুদ্ধ হন।
•    ১৮৭৯ - মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
•    ১৯৮৬ - এডিনবয়ায় কমনওয়েলথ গেমস্ শুরু। ৩১ টি দেশের ক্রিড়া বর্জন।
•    ১৯৯৯ - আটত্রিশ বছর শাসনের পর মরোক্কোর বাদশাহ হাসানের মৃত্যু।

ব্যক্তি
•    ১৭৮৩ - ভেনেজুয়েলার মুক্তি সংগ্রামী সিমন্ বোলিভারের জন্ম।
•    ১৮৫৭ - ডেনমার্কের নোবেলজয়ী লেখক হেইনরিখ পন্টোপিডানের জন্ম।
•    ১৮৭০ - ঊনবিংশ শতকের প্রখ্যাত সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের মৃত্যু। মহাভারতের বাংলায় অনুবাদ এবং স্বরচিত বই ‘হুতোম প্যাঁচার নক্‌শা’র জন্য চিরস্মরণীয় হয়ে আছেন কালীপ্রসন্ন।
•    ১৯৬৯ - মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের জন্ম।
•    ১৯৭৪ - নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ স্যার জেমস চ্যাডউইকের মৃত্যু।
•    ১৯৮০ - সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক বিনয় ঘোষের মৃত্যু।
•    ১৯৮০ - মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া উত্তমের প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। ভারতীয়-বাঙালি এ চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক এবং পরিচালক তার কর্মগুণে পরিচিত ‘মহানায়ক’ হিসেবে। সারাজীবনে তিনি ২ শতাধিক ছবিতে অভিনয় করেন। অগ্নিপরীক্ষা, সপ্তপদী, ঝিন্দের বন্দী,  অ্যান্টনি ফিরিঙ্গি, নায়ক, পথে হলো দেরি, হারানো সুর, সাগরিকা, পুত্রবধূ, চাঁপা ডাঙার বৌ, রাই কমল, চৌরঙ্গী, অমানুষ, স্ত্রী, নিশিপদ্ম, বন পলাশীর পদাবলী, মরুতীর্থ হিংলাজ, নায়ক ও ওগো বঁধু সুন্দরী তার আলোচিত চলচ্চিত্র। উত্তম কুমারের মৃত্যুর পর অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, ‘হলিউডের যেকোনো অভিনেতার সঙ্গে উত্তম কুমারের তুলনা করা যায়। ১৯৫৪ থেকে আজো বাঙালির জীবনে তিনি অপ্রতিদ্বন্দ্বী ম্যাটিনি আইডল। বাংলা ছবির নায়ক অনেক, কিন্তু তিনিই মহানায়ক। ’
•    ১৯৮৬ - নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ফিৎস লিপম্যানের মৃত্যু।
•    ১৯৯১ - নোবেলজয়ী সুইডিশ ঔপন্যাসিক আইজাক সিঙ্গারের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।