ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আপেল ছিলতে ছিলতে বাস চালিয়ে চালক বহিষ্কার (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আপেল ছিলতে ছিলতে বাস চালিয়ে চালক বহিষ্কার (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: মহাসড়কের উপর দিয়ে দুরন্ত গতিতে বাস চালাতে চালাতে আপেলের খোসা ছিলছেন বাস চালক। আর সে ঘটনা ভিডিওবন্দি করলেন বাসেরই একজন যাত্রী।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশের একটি ব্যস্ত মহাসড়কে। যাত্রীটির মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, যুবক বাসচালক স্টেয়ারিং সামলানোর ফাঁকে উভয় হাত ব্যবহার করে ছুরি চালাচ্ছেন আপেলে।

খোসা ছাড়ানো হয়ে গেলে তা ফেলে দিচ্ছেন পাশের বালতিতে। এরপর শান্ত ভঙ্গিতে কামড় বসান আপেলে।

এমন বিপদজনক কর্মকাণ্ডের কারণে বাসের চালকটিকে যাত্রীবাহী যানবাহন চালানো থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
 
ভিডিওটি চীনের পিপলস ডেইলি তাদের ইউটিউব ও ফেসবুক পেইজে প্রকাশ করলে তাতে এক ব্যক্তি মন্তব্য করেন, এদের মতো চালকদের কারণেই বিপদে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
 
আরেকজন ব্যক্তি মন্তবে লেখেন, চালকরা এ ধরনের অপরাধ করলে বহিষ্কারের পাশাপাশি জেল বা জরিমানাও করা উচিত।

ভিডিও

 
বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এনএইচটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।