ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

প্রথম বিশ্বযুদ্ধ শুরু ও আহমদ ছফার প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
প্রথম বিশ্বযুদ্ধ শুরু ও আহমদ ছফার প্রয়াণ আহমদ ছফা ও প্রথম বিশ্বযুদ্ধের একটি মুহূর্তের পুরনো ছবি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৮ জুলাই, ২০১৭, শুক্রবার। ১৩ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত।
•    ১৯১৪ - সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া ও হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা। এরমধ্য দিয়ে শুরু প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত ৪ বছর ৩ মাস ২ সপ্তাহ পর্যন্ত চলা এ যুদ্ধে অস্ট্রেয়া ও হাঙ্গেরির সঙ্গে অক্ষশক্তি হিসেবে ছিল জার্মানি, অটোম্যান সাম্রাজ্য (তুরস্ক) ও বুলগেরিয়া। আর সার্বিয়ার সঙ্গে মিত্রশক্তি হিসেবে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, পর্তুগাল প্রভৃতি দেশ। এতে দু’পক্ষের সামরিক বাহিনীর প্রায় কোটি সদস্য নিহত হয়। নিহত হয় অসংখ্য বেসামরিক নাগরিক।
•    ১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।
•    ১৯৮৮ - চীনে প্রচণ্ড ঢলে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

ব্যক্তি
•    ১৮৮৭ - ফরাসি পরাবাস্তববাদী চিত্রশিল্পী মার্সেল দুঁশার জন্ম।
•    ১৯০৪ - নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভের জন্ম।
•    ১৯৩০ - নোবেলজয়ী সুইডিস চক্ষুরোগ বিশেষজ্ঞ আল্লভার গুল্লস্ট্রান্ড্রের মৃত্যু।
•    ১৯৭২ - নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের মৃত্যু।
•    ২০০১ - লেখক, কবি ও সমাজবিজ্ঞানী আহমদ ছফার মৃত্যু। ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া গ্রামে জন্ম নেওয়া ছফার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে। জীবদ্দশায় আহমদ ছফা তার প্রথাবিরোধী, নির্মোহ, অকপট দৃষ্টিভঙ্গীর জন্য বুদ্ধজীবী মহলে বিশেষ আলোচিত ছিলেন। তিনি সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন দীপ্তময়ভাবে। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে তিরিশটির বেশি গ্রন্থ রচনা করেছেন ছফা। তিনি ২০০২ সালে সাহিত্যে মরণোত্তর একুশে পদক লাভ করেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।