ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ

সিলেটের রাস্তাঘাটের অবস্থা এখন বেশ নাজুক। বিভাগীয় শহর এ সিলেটের রাস্তা দিয়ে চলতে গেলে হোঁচট খেতে হচ্ছে পথচারীদের। শহরের বিভিন্ন রাস্তাগুলো খানাখন্দক তৈরি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে।

তাছাড়া এসব রাস্তাগুলোতে রিকশা দিয়ে যাতায়াত করলে শরীরের হাড়গোড় যেন এক হয়ে যাওয়ার উপক্রম প্রায়।

শনিবার (২৯ জুলাই) সিলেটের ভাঙা রাস্তার বিভিন্ন খন্ড চিত্র ধরা পড়েছে বাংলানিউজের ক্যামেরায়।

সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগনগরীর ব্যস্ততম হুমায়ুন রশীদ-চত্বরের রাস্তার নাজুক অবস্থা। রাস্তাটিতে বড় বড় গর্ত ও খানাখন্দকরে জন্য পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলস্টেশনে যাওয়ার বাইলেনটি এখন বেহাল দশা। বড় বড় গর্ত আর ভাঙ‍ার কারণে এ পথ দিয়ে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগকদমতলী ফল আড়তের সামনের রাস্তা দিয়ে এখন চলাচল করা দুস্কর হয়ে পড়েছে। গর্ত আর পানি জমে থাকায় রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ কয়েক দিনের টানা বর্ষণে নগরীর বঙ্গবীর রোডের ইট, বালু, খোয়া ও পিচ উঠে গিয়ে বড়-ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এরফলে এ রোড দিয়ে পায়ে হেঁটে চলতে গিয়ে পা ফস্কে পড়ে হাত পা কাটছে সাধারণ মানুষের। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ নগরীর বাবনা পয়েন্টে রাস্তা খুঁড়ে পাইপ লাইন টানা হলেও তা সংস্কার করে না দেওয়ায় চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ নগরীর আম্বরখানা পয়েন্টে রাস্তায় সৃষ্টি গর্তে জমে আছে ময়লা কাদা পানি। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগসিলেটের হযরত শাহজালাল (র:) মাজার সংলগ্ন দরগাহের মেইন গেইটে ভাঙা রাস্তায় জমে আছে পানি। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগ নগরীরর চোহাট্টা পয়েন্টে ম্যানহোল স্থাপন করে এলোমেলোভাবে নির্মাণ সামগ্রি ও ইট পাথর ফেলে রাখায় জনদুর্ভোগ আরও বেড়েছে। সিলেটের নাজুক রাস্তাঘাট, বাড়ছে দুর্ভোগনগরীর নাইওরপুলস্থ পুলিশ কমিশনার কার্যালয়ের অনতিদূরে খানাখন্দকে জমে আছে বৃষ্টির পানি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।