ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্য ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্য

ভাটি বাংলার রাজধানী বলে পরিচিত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। উপজেলার পূর্বাঞ্চল ঘিরে অবস্থিত ডিঙ্গাপোতা হাওর। ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্য অবলোকন করলে আপনার মন জুড়িয়ে যাবে।

বাংলানিউজের ক্যামেরায় বন্দি হওয়া ডিঙ্গাপোতা হাওরের চিত্র তুলে ধরা হচ্ছে পাঠকদের জন্য। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যবর্ষাকালে ডিঙ্গাপোতা হাওরে জলরাশির ঢেউ আর দু’পাড় জুড়ে থাকা সোনালি ও সবুজ ধানের দৃশ্যে মন জুড়িয়ে যায় পর্যটকদের।

ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যউপজেলার সবচেয়ে বড় এ হাওরটিতে সংযুক্ত আছে মাগান গ্রামের উপর দিয়ে বয়ে আসা খাল। যার দু’পাড় ঘিরেও রয়েছে অপার সৌন্দর্যের মহিমা। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যশুষ্ক মৌসুমে যেখানে সবুজ দিগন্ত, বর্ষাকালে প্রতিটি হাওরে অথৈ জলের ধারা। প্রতিটি হাওর যেমনি নয়নাভিরাম তেমনি সৌন্দর্যমণ্ডিত। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যগ্রামবাংলার মাছ ধরার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত খড়া জাল। এ হাওরেও তার ব্যতিক্রম দেখা যায় না। ডিঙ্গাপোতা হাওরে খড়া জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যবইয়ের পাতায় পাল তোলা নৌকার যে দৃশ্য আমরা দেখি কিংবা পাল তোলা নৌকায় হাটে যাওয়ার যে গল্প আমরা শুনি তার  প্রমাণ মেলে এখানে। গ্রামের লোকেরা হাটে যাওয়ার জন্য নিজস্ব পালতোলা নৌকাই ব্যবহার করে থাকেন। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্য“মাছে ভাতে বাঙালি” প্রবাদটি অক্ষুণ্ণ রাখতেই যেন দিনরাত এ হাওরেই বেশির ভাগ জেলে পরিবারের সদস্যরা পড়ে থাকেন মাছ ধরার জন্যে। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যবিশাল জলরাশির মাঝে আধডোবা হিজল গাছ নিশ্চিন্তমনে দাঁড়িয়ে আছে হাওড়টির গভীরতম স্থানে। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যঐ দূরে নীল আকাশ যেন হাওরের পানির সঙ্গে মিলে তৈরি করে মনমাতানো দৃশ্য। যা ভ্রমণ বিলাসীদের হাতছানি দিয়ে ডাকে দূর থেকেই। বর্ষার জলে এ টান যেন বাড়তেই থাকে। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যঅপূর্ব সৌন্দর্য পর্যটকদের জন্য ব্যাপক আনন্দের হলেও হাওর এলাকাবাসীদের জন্য সবসময় আনন্দ বয়ে আনে না। বারন্তর গ্রামের চারিদিকে পানি উঠার কারণে স্কুলে যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যপ্রকৃতির ক্ষমতা অনেক। খুব সহজেই হারিয়ে দিতে পারে মানুষের শক্তিকে।   তারই প্রমাণ বারন্তর গ্রামের মূল কালভার্টটি এখন পানির নিচে। ছবিতে ডিঙ্গাপোতা হাওরের সৌন্দর্যবাঁধ ভেঙে ঢলের পানি প্রবেশ করে তলিয়ে যায় হাওর অঞ্চলের ফসলি জমি। এতে করে পানিবন্দি হয়ে পড়ে হাজারো পরিবার।

বাংলাদেশ সময়: ১১৭২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।