ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুক্তি পায়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুক্তি পায় বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুক্তি পায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।



০৩ আগস্ট, ২০১৭, বৃহস্পতিবার। ১৯ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১০৮- ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
১৪৯২- ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলোম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।
১৪৯২- স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
১৭৯৫ - গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮২ - ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
১৯১৪- তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।
১৯১৪- পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়। পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার (৪০ মাইল), কিন্তু আটলান্টিকের (আরও ঠিক করে বললে ক্যারিবীয় সাগরের) গভীর জল থেকে প্রশান্তের গভীর জল পর্যন্ত হিসাব করলে ৮২ কিলোমিটার (৫০ মাইল) এবং এর গভীরতা ৪১ ফুট। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি
ইতিহাসে এই দিনে
১৯১৪ - ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।
১৯৪১- জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।
১৯৫৬ - তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। চলচ্চিত্রটির পরিচালক আবদুল জব্বার খান পূর্ব নির্মিত ডাকাত নাটক থেকে চলচ্চিত্রটির কাহিনী নেন। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ. দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুদ্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন। ‘মুখ ও মুখোশ’র প্রথম প্রদর্শনী হয় লাহোরে। অল্পদিন পরেই ‘মুখ ও মুখোশ’ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনায় একযোগে প্রদর্শিত হয়। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় রূপমহল প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন ইনাম আহমেদ, আব্দুল জব্বার খান, পূর্ণিমা সেনগুপ্ত, জহরত আরা প্রমুখ।
১৯৬০ - আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।
১৯৯৯ - পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।
 
জন্ম
১৮৫৬ - অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলফ্রেড ডেকিন।
১৯৪৮ - ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জঁ-পিয়ের রাফারাঁ।
১৯৩০ - বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন।
১৯৪৮ - ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী জঁ-পিয়ের রাফারাঁ।
 
মৃত্যু
১২৭২ - সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষী ও ধর্মীয় ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।
১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।
১৭২১ - ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী গিনলিং গিবনস।
১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।
১৯২৮ - বিশিষ্ট ঐতিহাসিক ও বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৯৫৪ - বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।