ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

টেনিস তারকা রজার ফেদেরারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
টেনিস তারকা রজার ফেদেরারের জন্ম কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৮ আগস্ট, ২০১৭, মঙ্গলবার। ২৪ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৫৪৯ - ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬৪ - জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৮১৫ - নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৫৫ - জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু।
১৯৬৭ - দক্ষিণ এশীয় জাতিগুলোর সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।

জন্ম
১০৭৯ - জাপানের সম্রাট হোরিকাওয়া।
১৭৩২ - জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং।
১৮২৪ - রাশিয়ার জারিনা মারিয়া আলেকজান্দ্রোভনা।
১৮৬৪ - শিক্ষাব্রতী লেডি অবলা বসু।
১৯০১ - নোবেলজয়ী মার্কিন পারমাণবিক পদার্থবিদ আর্সেস্ট লরেন্স।
১৯০২ - নোবেলজয়ী পদার্থবিদ পল ডিরাক।
১৯৩১ - ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী রজার পেনরো।
১৯৫১ - সাবেক ডাচ ফুটবলার ও ম্যানেজার লুইস ফন গাল ।
১৯৭৩ - অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার শেন লি।
১৯৮১ - সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। তিনি ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তিনি ২ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখ থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড। তিনি এ পর্যন্ত ১৭টি গ্র্যান্ডস্ল্যাম, ৪টি টেনিস মাস্টার্স কাপ, ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) ও ইউএস ওপেন (২০০৪-২০০৮) শিরোপা জিতেছেন।

মৃত্যু
১৮৯৮ - ফরাসি চিত্রশিল্পী ইউজেন লুই বোদা।
১৮৯৮ - বাংলা নবজাগরণের অন্যতম প্রবক্তা রামতনু লাহিড়ী।
১৯৭৭ - প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভীষ্মদেব চট্টোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।