ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

গ্রামীণ জীবিকায় বেড়েছে শাপলার কদর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
গ্রামীণ জীবিকায় বেড়েছে শাপলার কদর ছবি: মানজারুল ইসলাম

খুলনা: নদী-নালা-খাল-বিলের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বর্ষা-শরতে এই জলাশয়গুলো ভরে ওঠে শাপলা ফুলে। তখন গ্রাম-গঞ্জের অনেকেই এই শাপলা তুলে বিক্রি করে সংসারের খরচ যোগান।

খুলনার রূপসা ও তেরখাদা উপজেলায় জমে উঠেছে এমনই শাপলা বেচাকেনা। এলাকার খাল-বিল থেকে শাপলা সংগ্রহ করে তা বিভিন্ন হাটে বিক্রি করে উপার্জনে গতি এনেছে শতাধিক নিম্নবিত্ত পরিবার।

শাপলা যেন হাসি ফুটিয়েছে অনেকের মুখে।

ভুতিয়ার বিল, বাসুয়াখালী বিল, কালিয়ার বিল, পুটিমারি বিল থেকে তুলে এনে শাপলা বেচা-কেনা কিছু চিত্র ক্যামেরাবন্দি করেছে বাংলানিউজ।

ছবি: মানজারুল ইসলাম
বিল থেকে শাপলা তুলে ভ্যানযোগে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
 
ছবি: মানজারুল ইসলাম
অনেক সময় ভ্যান বা রিকশা চালক নিজেই শাপলা তুলে বাজারে নিয়ে যান।

ছবি: মানজারুল ইসলাম
বিল থেকে শাপলা তুলে আঁটি বেঁধে বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

ছবি: মানজারুল ইসলাম
এক বিক্রেতা শাপলা বিক্রি করছেন ক্রেতার কাছে। মৌসুমী এই সবজি তরকারিতে আনে বৈচিত্র্য ও ভিন্ন স্বাদ।

ছবি: মানজারুল ইসলাম
এই শাপলা হাসি হয়ে ফোটে অনেকের মুখে।

ছবি: মানজারুল ইসলাম
বিল থেকে শাপলা তোলা গ্রামের কিশোর-কিশোরীদের কাছে খেলা এবং শখও।

ছবি: মানজারুল ইসলাম
এ হাসিই বলে দেয় শাপলা কতোটা মিশে গেছে জীবিকার সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এমআরএম/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।