ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছন্দা চক্রবর্তীর গান শহুরে জীবনে এক পশলা স্নিগ্ধ বৃষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
ছন্দা চক্রবর্তীর গান শহুরে জীবনে এক পশলা স্নিগ্ধ বৃষ্টি ছবি: সংগীত পরিবেশন করছেন ছন্দা চক্রবর্তী। ছবি: হোসাইন মোহাম্মদ সাগর

খোলা চুলে কানের পাশ দিয়ে গোজা লাল জারবেরি ফুল। হালকা সাজ আর সাথে মিষ্টি হাঁসি। বাম হাতের আঙুল দিয়ে খেলছেন নিজের একান্ত প্রিয় হারমোনিয়ামের সাথে। লাল লিপিস্টিক পরা ঠোঁটে ঠোঁট মিলিয়ে গাইছেন একের পর এক জনপ্রিয় সব নজরুল সংগীত। রাখছেন দর্শকদের অনুরোধও।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় একক গানে এভাবেই নজরুল সংগীতের আসর জমিয়েছেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ছন্দা চক্রবর্তী। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একক সংগীত সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন তিনি।

এ সময় একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে, আজো বলি কোয়েলিয়া, ও বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, কথা কও কথা কও থাকিও না চুপসহ আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে- এমন জনপ্রিয় এবং অসাধারণ সব গান পরিবেশন করেন তিনি।

শিল্পীর গানগুলো পূর্ণতা পায় বাঁশি, তবলা আর বেহালার সুরে। তার নিজের হাতের যাদুও সুর হয়ে ফুটে ওঠে হারমোনিয়ামে।

গানের মাঝে শিল্পী বলেন, কবি কাজী নজরুল ইসলামের সব গানগুলোই অনন্য অসাধারণ। নজরুল যে অত্যন্ত ভালো ফোক গান করেছেন, তাও দর্শকদের জ্ঞাতার্থে জানান এই শিল্পী।

আর শ্রোতারা বলেন, ছন্দা চক্রবর্তী সবসময়ই ভালো গান করেন। আর তার একক সংগীত সন্ধ্যা ‘শহুরে জীবনে এক পশলা স্নিগ্ধ বৃষ্টির মতো’।  
ছবি: সংগীত পরিবেশন করছেন ছন্দা চক্রবর্তী।  ছবি: হোসাইন মোহাম্মদ সাগর।
রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলে গভীর রাত পর্যন্ত। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠানটি উন্মুক্ত ছিল সবার জন্য।  

চট্টগ্রামে নজরুল, দেশ ও মানুষের গান, প্রথম মনের মুকুল, যাহা কিছু মম, হারানো হিয়ার নিকুঞ্জ পথে, স্মৃতির বাগিচায়, একুশ থেকে বিজয় এবং ভীরু এ মনের কলি শিল্পী ছন্দা চক্রবর্তীর জনপ্রিয় গানের এলবাম।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭।
এইচএমএস/এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।