ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এক আঙিনায় সিলেট!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এক আঙিনায় সিলেট! এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে সুরমা নদীর বুক চিরে নগরের প্রবেশদ্বার ক্বিন ব্রিজ। ব্রিজ পেরিয়ে মিলে আলী আমজাদের ঘড়ি টং টং শব্দে সময়ের জানান দেয় এখনও।

সিলেটে সুরমা নদীতে বিজড়িত শাহজালাল (র.) ঘাট। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজসিলেটে প্রকৃতির সান্নিধ্য মিলে সবুজ চা বাগানেও।

আগন্তকরা সিলেটের প্রাকৃতিক রূপ ও ঐতিহ্য ঘুরে ঘুরে দেখতে হয়। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজতবে স্বল্প সময়ে সব কিছু এক আঙিনায় দেখার সুযোগ করে দিচ্ছে সিলেটের জেলা প্রশাসন। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজজেলা প্রশাসনের আঙিনায় পুরো সিলেটের ইতিহাস ঐতিহ্য ও স্থাপনাকে মিনিয়েচার করে রাখা হচ্ছে। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজসিলেটকে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে এখানে। প্রায় চার লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিতব্য মিনিয়েচারে রয়েছে সিলেটের সুরমা নদী, সুরমার বুক চিরে বয়ে যাওয়া ক্বিন ব্রিজ, উচু নিচু টিলায় সজ্জিত শীতল পাটির সবুজ চা বাগান, শাহজালাল (র.) সিঁড়ি। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজসিলেটের দর্শনীয় স্থান ও স্থাপনাগুলোর পাশাপাশি ১৯৪০ সালে সিলেটের প্রথম জেলা প্রশাসকের ব্যবহৃত গাড়িটিও দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজএসবের বাইরেও ইতোমধ্যে নির্মিত হয়েছে ব্যাঙের ছাড়া সম্বলিত নান্দনিক বসার স্থান। যেনো ব্যাঙের ছাতা তলে আশ্রয় নেওয়া। রয়েছে পাহাড়ি ঝরনা।

যেনো এক আঙিনায় সিলেটের সব রূপ। সময় স্বল্পতায় নিয়ে কেউ সিলেটে ঘুরতে আসলে অন্তত, ডু মেরে পরখ করে যেতে পারেন এই সৌন্দর্য। এক আঙিনায় সিলেট, ছবি: বাংলানিউজএই সৌন্দর্য বর্ধনে কাজ করছেন চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন ও আলী দেলোয়ার। প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে এই সৌন্দর্যবর্ধনের কাজ চলছে জানিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।